বিপিএল অধিনায়ক বদলেরও খেলা
এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) আলোচিত হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর হুটহাট অধিনায়ক পরিবর্তনের ঘটনায়। অবশ্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে আকস্মিক অধিনায়ক পরিবর্তন নতুন কিছু নয়। তবে বিপিএলে এই নেতিবাচক চর্চাটা এতটাই বেশি হয়, যেটি ছাড়িয়ে গেছে বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকেই।