Ajker Patrika

এবার রহস্যজনক অধিনায়ক বদল কুমিল্লার, হঠাৎ নেই ইমরুল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৫৫
এবার রহস্যজনক অধিনায়ক বদল কুমিল্লার, হঠাৎ নেই ইমরুল

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের শেষ ম্যাচে অধিনায়ক পরিবর্তন করল কুমিল্লা ভিক্টোরিয়ানস। চলতি আসরে তৃতীয় দল হিসেবে নেতৃত্বে পরিবর্তন এনেছে কুমিল্লা। খুলনা টাইগার্সের বিপক্ষে টস করতে দেখা যায় দলটির দক্ষিণ আফ্রিকান ব্যাটার ফাফ ডু প্লেসিকে। এত দিন নেতৃত্ব দেওয়া ইমরুল কায়েসের জায়গা হয়নি একাদশে। 

লিগ পর্বের শেষ ম্যাচে খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডু প্লেসি। এরই মধ্যে অবশ্য কুমিল্লার কোয়ালিফায়ার নিশ্চিত হয়ে গেছে। তাদের জন্য এই ম্যাচটি তাই শুধুই আনুষ্ঠানিকতার। অন্যদিকে খুলনার জন্য বাঁচা মরার ম্যাচ। এই ম্যাচে জিতলেই প্লে অফে নিশ্চিত হবে মুশফিকুর রহিমের দলের। 

ইমরুলের অধীনে কুমিল্লা ৯ ম্যাচ খেলে জয় পেয়েছে ৬টিতে । ১৩ পয়েন্ট নিয়ে এখন দ্বিতীয় স্থানে আছে দলটি। দল ভালো করলেও এক ম্যাচ ছাড়া ইমরুলের ব্যাট ঠিকঠাক কথা বলেনি। সর্বোচ্চ ৮১ রানে অপরাজিত ছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। বাকি ম্যাচে ত্রিশের ঘর পার করতে পারেননি কোনো ম্যাচে। ৮ ম্যাচে করেন ১৪৭ রান।   

যদিও অধিনায়ক পরিবর্তন নিয়ে কুমিল্লার টিম ম্যানেজম্যান্টের সঙ্গে যোগাযোগ করা হলেও কাউকে পাওয়া যায়নি। এর আগে চট্টগ্রামের অধিনায়ক পরিবর্তন হয় দুইবার। প্রথম মেহেদি হাসান মিরাজের পরিবর্তে নেতৃত্ব পান নাঈম ইসলাম। নাঈমও বাদ যান,  চট্টগ্রামের দায়িত্বে এখন আফিফ হোসেন। এদিকে সিলেটে মোসাদ্দেক হোসেনের পরিবর্তে অধিনায়কত্ব করে বল বিকৃতির দায়ে জরিমানা গুনতে হয়েছে রবি বোপারাকে। তারা অবশ্য টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গেছে। তৃতীয় দল হিসেবে কুমিল্লা টুর্নামেন্টের মাঝপথেই অধিনায়ক পরিবর্তন করল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত