পরপর দুই সিনেমায় আইশা খান
২০১৮ সালে ‘আহত ফুলের গল্প’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আইশা খানের। এরপর উপস্থাপনা, বিজ্ঞাপন, নাটক ও ওয়েব কনটেন্টে তাঁকে দেখা গেলেও সিনেমায় ছিলেন অনুপস্থিত। অবশেষে ছয় বছরের বিরতির পর গত মাসে প্রসূন রহমানের ‘শেকড়’ দিয়ে ফিরেছেন সিনেমার কাজে। শেকড়ের শুটিং শেষ হওয়ার আগেই নতুন আরও এক সিনেমায় চুক্তিবদ্ধ হলেন