Ajker Patrika

শিল্পী সমিতির সাম্প্রতিক কর্মকাণ্ডে বিব্রত, সদস্যপদ ফিরিয়ে দিচ্ছেন ওমর সানী

আপডেট : ২৫ মে ২০২৪, ১৪: ১১
Thumbnail image

চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরিয়ে দিচ্ছেন অভিনেতা ওমর সানী। আজ শনিবার বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। সেখানে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেতা।

ফেসবুকে সানী লিখেছেন, ‘আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসেবে থাকতে চাইছি না, আমি কয়েক দিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাব। আমার সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধা রইল।’

বিষয়টি নিয়ে আজকের পত্রিকাকে ওমর সানী বলেন, ‘হ্যাঁ, আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ ফিরিয়ে দিচ্ছি। কয়েক দিনের মধ্যেই সভাপতির কাছে চিঠি পাঠাব। সমিতির সাম্প্রতিক কর্মকাণ্ডে আমি বিব্রত। অনেকের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আমাকে। তাই আমি সদস্যপদ ফিরিয়ে দিচ্ছি। তবে আমার কারও প্রতি অভিযোগ নেই।’

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ফলাফল ঘোষণা হয় শনিবার (২০ এপ্রিল) সকালে। এতে নতুন সভাপতি নির্বাচিত হন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হন মনোয়ার হোসেন ডিপজল। তবে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে এরই মধ্যে উচ্চ আদালতে রিট করেছেন চিত্রনায়িকা নিপুণ।

ওমর সানী। ছবি: সংগৃহীতনিপুণের রিটের পরিপ্রেক্ষিতে গত সোমবার (২০ মে) বিজয়ী ডিপজল তাঁর পদে বসতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত