Ajker Patrika

বড় পর্দায় তাঁরা তিনজন

বড় পর্দায় তাঁরা তিনজন

জনপ্রিয় কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের সৃষ্টি ‘তারা তিনজন’। যেখানে স্বাধীন খসরুর মামা চরিত্রে ছিলেন এজাজুল ইসলাম। আর এজাজের বন্ধুর চরিত্রে ফারুক আহমেদ। এ তিন চরিত্র নিয়ে ৯টি নাটক নির্মিত হয়েছিল। প্রতিটি পর্বেই প্রাণখুলে হেসেছেন দর্শক। এখনো সোশ্যাল মিডিয়ায় নাটকগুলোর ক্লিপস দেখা যায়। ইউটিউব ও ফেসবুকের মন্তব্যের ঘরে ঢুঁ মারলেই বোঝা যায় দর্শক এখনো মিস করেন এ তিন চরিত্রের গল্প। দর্শকের পাশাপাশি এই তিন অভিনেতার কাছেও তারা তিনজন সিরিজটি ভীষণ প্রিয়।

নতুন খবর হলো, পর্দায় আবার ফিরছেন তাঁরা তিনজন। তবে এবার ছোট পর্দায় নয়, এ তিন চরিত্রকে দেখা যাবে বড় পর্দায়। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা স্বাধীন খসরু। সম্প্রতি এজাজুল ইসলাম ও ফারুক আহমেদের সঙ্গে ছবি পোস্ট করে ফেসবুকে স্বাধীন খসরু লেখেন, ‘তোমাদেরই সূক্ষ্ম প্ররোচনায় আবারও তারা তিনজন একসঙ্গে, তবে এবার ছোট পর্দায় নয়, বড় পর্দায়।’ স্বাধীন খসরু লন্ডনে স্থায়ীভাবে বসবাস করেন। সেখান থেকে সিনেমার বিষয়টি নিশ্চিত করে অভিনেতা জানান, ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতিপর্ব। শিগগির সিনেমার শুটিং শুরু করতে চান স্বাধীন খসরু।

অভিনেতা ফারুক আহমেদ বলেন, ‘স্বাধীন খসরু সর্বশেষ যখন দেশে এসেছিলেন, তখন সিনেমা নিয়ে কথা হয়েছিল। যেখানে আমি, এজাজ ও স্বাধীন খসরু অভিনয় করব। হুমায়ূন আহমেদের তারা তিনজন নাটকটি অনেক জনপ্রিয়। এখনো অনেকে নাটকটি নিয়ে জানতে চান। বুঝতে পারি দর্শকের এখনো আগ্রহ রয়েছে এই তিন চরিত্র নিয়ে। সেই ভাবনা থেকেই স্বাধীন এমন কিছু ভেবেছেন।’

সিনেমার গল্প নিয়ে ফারুক আহমেদ জানান, একেবারে কমেডি ঘরানার সিনেমা হবে। শুটিং কবে নাগাদ শুরু হতে পারে, এ বিষয়ে অভিনেতা বলেন, ‘স্বাধীন ইংল্যান্ডে যাওয়ার পর এ সিনেমা নিয়ে আর কোনো কথা হয়নি। এবার দেশে এসে হয়তো সে আমাদের সঙ্গে চূড়ান্ত আলোচনা করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত