মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে গত বৃহস্পতিবার ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ দেন আরেক নায়িকা তমা মির্জা। এবার মিষ্টি জান্নাতও হাঁটলেন একই পথে। মানহানির অভিযোগ এনে তমা মির্জার বিরুদ্ধে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে পাল্টা আইনি নোটিশ পাঠালেন মিষ্টি।
আজ সোমবার তমার বিরুদ্ধে নোটিশটি ইস্যু করা হয়েছে। মিষ্টির পক্ষে এটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান কচি। সেখানে উল্লেখ আছে, মিষ্টি জান্নাতের বিরুদ্ধে তমা মির্জার অভিযোগ সত্য নয়। এতে মিষ্টির মানহানি হয়েছে। তিন দিনের মধ্যে আইনি নোটিশ তুলে নেওয়া এবং ক্ষতিপূরণ হিসেবে ২০ কোটি টাকা না দিলে তমার বিরুদ্ধে মিষ্টি আইনগত ব্যবস্থা নেবেন বলে জানানো হয়েছে ওই নোটিশে।
তমার আইনি নোটিশ পাঠানোর পর মিষ্টি জান্নাত জানিয়েছিলেন, আইনিভাবেই জবাব দেওয়া হবে। মিষ্টি বলেছিলেন, ‘পুরো বিষয়টি মিথ্যা। মিথ্যা প্রমাণিত হলে তাঁকে (তমা মির্জা) অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। আমি কোনো ভিডিওতে কারও নাম নিইনি। সবকিছুর প্রমাণ আমার কাছে আছে।’
সম্প্রতি শাকিব খান ও শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে ‘বিতর্কিত’ কথা বলে আলোচনায় আসেন মিষ্টি জান্নাত। বিভিন্ন সাক্ষাৎকারে বলা মিষ্টির কথাগুলো ভালোভাবে নেননি চিত্রনায়িকা তমা মির্জা। মিষ্টির সমালোচনা করে তিনি ফেসবুকে পোস্ট দেন। সেই পোস্টকে কেন্দ্র করেই দ্বন্দ্বে জড়ান দুই নায়িকা। প্রকাশ্যে একে অপরের সমালোচনা করেন। ওই সময় তমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন মিষ্টি। সেই কথামতো তমার বিরুদ্ধে এবার আইনি নোটিশ পাঠালেন এই নায়িকা।
মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে গত বৃহস্পতিবার ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ দেন আরেক নায়িকা তমা মির্জা। এবার মিষ্টি জান্নাতও হাঁটলেন একই পথে। মানহানির অভিযোগ এনে তমা মির্জার বিরুদ্ধে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে পাল্টা আইনি নোটিশ পাঠালেন মিষ্টি।
আজ সোমবার তমার বিরুদ্ধে নোটিশটি ইস্যু করা হয়েছে। মিষ্টির পক্ষে এটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান কচি। সেখানে উল্লেখ আছে, মিষ্টি জান্নাতের বিরুদ্ধে তমা মির্জার অভিযোগ সত্য নয়। এতে মিষ্টির মানহানি হয়েছে। তিন দিনের মধ্যে আইনি নোটিশ তুলে নেওয়া এবং ক্ষতিপূরণ হিসেবে ২০ কোটি টাকা না দিলে তমার বিরুদ্ধে মিষ্টি আইনগত ব্যবস্থা নেবেন বলে জানানো হয়েছে ওই নোটিশে।
তমার আইনি নোটিশ পাঠানোর পর মিষ্টি জান্নাত জানিয়েছিলেন, আইনিভাবেই জবাব দেওয়া হবে। মিষ্টি বলেছিলেন, ‘পুরো বিষয়টি মিথ্যা। মিথ্যা প্রমাণিত হলে তাঁকে (তমা মির্জা) অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। আমি কোনো ভিডিওতে কারও নাম নিইনি। সবকিছুর প্রমাণ আমার কাছে আছে।’
সম্প্রতি শাকিব খান ও শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে ‘বিতর্কিত’ কথা বলে আলোচনায় আসেন মিষ্টি জান্নাত। বিভিন্ন সাক্ষাৎকারে বলা মিষ্টির কথাগুলো ভালোভাবে নেননি চিত্রনায়িকা তমা মির্জা। মিষ্টির সমালোচনা করে তিনি ফেসবুকে পোস্ট দেন। সেই পোস্টকে কেন্দ্র করেই দ্বন্দ্বে জড়ান দুই নায়িকা। প্রকাশ্যে একে অপরের সমালোচনা করেন। ওই সময় তমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন মিষ্টি। সেই কথামতো তমার বিরুদ্ধে এবার আইনি নোটিশ পাঠালেন এই নায়িকা।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
২ ঘণ্টা আগে