Ajker Patrika

অভিনেত্রী আফসানা মিমির বাবার মৃত্যু

আপডেট : ২৩ মে ২০২৪, ১৩: ০৬
অভিনেত্রী আফসানা মিমির বাবার মৃত্যু

জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমির বাবা মারা গেছেন।  আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মিমির বাবার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

মৃত্যুর সংবাদটি দিয়ে সুবর্ণা মুস্তাফা তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আমাদের প্রিয় বন্ধু আফসানা মিমির বাবা মারা গেছেন। বাদ জোহর মিমির বাসস্থান উত্তরা ১৪ নম্বর সেক্টরে। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। শান্তিতে ঘুমাও খালু।’

সেই পোস্টে মৃত্যুর কারণ উল্লেখ করেননি সুবর্ণা মুস্তাফা। তবে প্রিয়জনের মুখটি শেষবারের মতো দেখার জন্য মিমির বাড়ির ঠিকানা উল্লেখ করেছেন অভিনেত্রী।

আফসানা মিমির বাবার নাম সৈয়দ ফজলুল করিম। তিনি পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। মা শিরীন আফরোজ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

আফসানা মিমি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৯০ সালে বাংলা টেলিভিশনে ‘কোথাও কেউ নেই’ নাটকে (বকুল চরিত্রে) অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তার পর থেকে বহু টেলিভিশন নাটক এবং কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।

১৯৯২ সালে আজিজুর রহমানের ‘দিল’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় মিমির। তারপর ‘নদীর নাম মধুমতী (১৯৯৪) ’, ‘চিত্রা নদীর পাড়ে (১৯৯৯) ’, ‘প্রিয়তমেষু (২০০৯)’ ছবিতে অভিনয় করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত