Ajker Patrika

জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়ে মাহি বললেন, ‘অবৈধ কিছু করিনি’

আপডেট : ২৭ মে ২০২৪, ১০: ২৬
জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়ে মাহি বললেন, ‘অবৈধ কিছু করিনি’

অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়ে সংবাদের শিরোনাম হয়েছেন আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। গতকাল শনিবার ফেসবুক ভিডিও বার্তায় কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি জানান অভিনেত্রী। গতকাল শনিবার এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া না গেলেও আজ রোববার তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘জুয়া কোম্পানিতে যুক্ত হয়ে অবৈধ কিছু করেননি।’

শুভেচ্ছাদূত হওয়ার বিষয়ে জানতে চাইলে মাহি আজকের পত্রিকাকে বলেন, ‘চুক্তিতে স্পষ্টভাবে লেখা আছে ক্রিকেট রিলেটেড ইনফরমেটিভ প্ল্যাটফর্ম অ্যান্ড নট প্রমোটিং ক্যাসিনো। আমি এভাবেই তাদের সঙ্গে চুক্তি করেছি। চুক্তিতে এটাও উল্লেখ আছে, আমি যদি কোনো বেটিং অ্যাপের সঙ্গে কাজ করতে চাই, সেটাও পারব না। আমি অবৈধ কোনো কিছু করিনি। আমাদের দেশের অনেকেই এ রকম চুক্তি করেছেন। আমি অবশ্যই বেটিং অ্যাপের সঙ্গে নেই, ভবিষ্যতেও থাকব না।’

কিন্তু মাহির শেয়ার করা অনলাইন জুয়া কোম্পানির ফেসবুক পেজটিতে জুয়ার বেশ কিছু বিজ্ঞাপন দেখা গেছে।

জুয়া কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার খবর জানিয়ে গতকাল ভিডিও বার্তায় মাহি বলেন, ‘আমি মাহিয়া মাহি। আজকে আমি তোমাদের জন্য দারুণ একটি নিউজ নিয়ে এসেছি। আমি নতুন এক ফ্যামিলিতে যোগ দিতে যাচ্ছি। জয়েন হতে যাচ্ছি ... শুভেচ্ছাদূত হিসেবে। অনেক চমক নিয়ে আসব তোমাদের কাছে।’

এর আগে দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন সাইটের বিজ্ঞাপন ও শুভেচ্ছাদূত হিসেবে নাম জড়িয়েছে জয়া আহসান, অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়ার। এর মধ্যে জয়া ও ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও অপু কাজ করছেন শুভেচ্ছাদূত হিসেবে! আর তাঁদের বেশির ভাগেরই দাবি, ভুল তথ্যে তাঁরা এগুলোতে জড়িয়ে পড়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত