ঈদে হানিফ সংকেতের নাটক ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’
শুধু ‘ইত্যাদি’ বা ‘পাঁচফোড়ন’ই না, হানিফ সংকেতের নাটক দেখার জন্যও অপেক্ষায় থাকে দর্শক। তাঁর নাটকের নাম যেমন ব্যতিক্রমী এবং ছন্দময়, তেমনি গল্পেও পাওয়া যায় আলাদা স্বাদ ও বৈচিত্র্য। থাকে চমৎকার সামাজিক বক্তব্য, তাই বর্তমান ভিউ-বাণিজ্যের স্রোতেও সপরিবারে তাঁর নাটক উপভোগ করেন দর্শক। প্রতিবারের মতো এবার ঈদ