Ajker Patrika

শামীম হাসানের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি চায় না প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে রাব্বী নামে এক প্রোডাকশন বয়কে হেনস্তা করার অভিযোগ উঠেছে অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। এরপর সেদিনই ঘটনাটির মীমাংসা হয়। কিন্তু এ ঘটনায় উদ্বেগ জানিয়ে এবার অভিনেতাদের অভিভাবক সংগঠন অভিনয় শিল্পী সংঘের কাছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার জন্য আবেদন জানিয়েছে বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন।

আজ সোমবার টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আবু জাফর অপু স্বাক্ষরিত এক চিঠিতে অভিনয় শিল্পিসংঘকে জানানো হয়, ‘আমরা আপনাদের কর্মজীবনে চলার পথের সহযোদ্ধা। অতীব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গত ২২/০৬/২০২৩ ইং অভিনেতা জনাব শামিম হাসান সরকার। বাংলাদেশ টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন এর নিয়মিত সদস্য মোঃ রাব্বির সঙ্গে দোলন চাঁপা শুটিং হাউসে যে ঘটনাটি ঘটিয়েছে তা আমরা আপনাদের কে মৌখিকভাবে সঙ্গে সঙ্গে জানিয়েছি ও বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আপনারা অবগত হয়েছেন। যদিও বিষয়টি সেদিন রাতে সাময়িকভাবে সমাধান হয়েছে। তার পরেও আমরা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা নিয়ে চিন্তিত। আগামী দিনগুলোতে যেন কোনো শিল্পীর দ্বারা লাঞ্ছিত/অপমানিত না হই সেই বিষয় আপনাদের মাধ্যমে আশ্বস্ত হতে চাই। অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তাহার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি।’

অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি চায় না প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনপ্রযোজক, নির্মাতা, অভিনয়শিল্পীদের পাশাপাশি নাটক-সিনেমার গুরুত্বপূর্ণ অংশ প্রোডাকশন বয়। সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে চায়ে চিনি কম হওয়ায় রাব্বী নামে এক প্রোডাকশন বয়কে হেনস্তা করার অভিযোগ উঠেছে অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার দুপুরে দোলনচাঁপা শুটিং হাউসে নির্মাতা আদিবাসী মিজানের শুটিং সেটে এ ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত