Ajker Patrika

নিলয়-সাফার প্রেমের কাঁটা রওনক হাসান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

একে অপরকে ভালোবাসে রাশেদ ও জুথি। নিজেদের প্রেম বাঁচাতে লড়াই করতে প্রস্তুত শেষ নিশ্বাস পর্যন্ত। অন্য সব প্রেমের মতো তাদের প্রেমেও আছে বাধা। সেই বাধার নাম সুলতান। শেষ পর্যন্ত রাশেদ ও জুথির প্রেম পূর্ণতা পায় কি না তা জানার জন্য দেখতে হবে নাটক ‘ওয়াদা’।

মো. তৌফিকুল ইসলামের পরিচালনায় নাটকটিতে রাশেদ চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর আর জুথি চরিত্রে রয়েছেন সাফা কবির। অন্যদিকে সুলতান চরিত্রে দেখা যাবে রওনক হাসানকে।

নির্মাতা তৌফিকুল ইসলাম জানান, ‘ঈদে সাধারণত কমেডি বা হালকা গল্পের কাজ হয় বেশি। সে হিসেবে আমাদের এই কাজটি বেশ সিরিয়াস গল্পের। গল্পটা নিখাদ প্রেমের। বিরহের রেশও থাকছে। আছে হিংস্রতাও। মোট মিলিয়ে আমরা চেষ্টা করেছি ভিন্ন কিছু করতে।’

সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা। প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ আয়োজনে সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ওয়াদা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত