আইরিনের গল্পে পূজার নাটক
প্রথমবারের মতো নাটক লিখলেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। তাঁর লেখা ‘হৃদ মাঝারে তুমি’ নাটকটি পরিচালনা করেছেন প্রিন্স রোমান। অভিনয় করছেন অলংকার চৌধুরী, অরণ্য পাশা, আমানুল হেলাল, আনোয়ার শাহী, লিজা খানম প্রমুখ। দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল সানফ্লাওয়ার স্টুডিও ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নাটকটি। নাটক লেখা প্