বিনোদন প্রতিবেদক, ঢাকা
মোশাররফ করিমের সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। হাস্যরসাত্মক গল্পে যেমন তাঁরা দর্শকের মন জয় করেছেন, তেমনি জীবনঘনিষ্ঠ গল্পেও অনবদ্য এ জুটি। গত ঈদে মোশাররফ করিমের যে কয়টি নাটক আলোচনায় এসেছিল, সেগুলোর মধ্যে ছিল ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’। এতেও মোশাররফের নায়িকা ছিলেন তানিয়া।
এ ছাড়া ‘সব দোষ হোসেন আলীর’, ‘ওয়েট’, ‘পিনিকেই ঝিনিক’, ‘আড়াই তালাক’, ‘গাড়িওয়ালা’, ‘অরিজিনাল’, ‘লতিফ দপ্তরি’, ‘কাল্লু সুইপার’, ‘ক্যারেক্টার ঢিলা’ এ জুটির আলোচিত কাজ। এবার আরেকটি নাটক নিয়ে আসছেন তাঁরা। নাম ‘সুপারভাইজার’। লিখেছেন ও পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর।
নাটকের গল্পে দেখা যাবে, এক পোশাক কারখানায় সুপারভাইজার হিসেবে কাজ করেন মোশাররফ। তানিয়া বৃষ্টি সেখানকার শ্রমিক। কিন্তু কারখানার কেউ জানে না, তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী। এদিকে পোশাক কারখানায় আরও অনেক মেয়ের সঙ্গে মোশাররফের ভাব। কেউ তাঁর জন্য রান্না করে নিয়ে আসে, কেউ দেয় উপহার।
বিষয়টি ভালো লাগে না তানিয়ার। তিনি হুমকি দেন, বিয়ের বিষয়টি সবাইকে জানিয়ে দেবেন। এভাবে নানা সংকট চলার একপর্যায়ে সত্যিটা সামনে চলে আসে। এত দিন গোপনে পোশাক কারখানার যেসব মেয়ের সঙ্গে প্রেম চালিয়ে আসছিলেন মোশাররফ, তারা সবাই মিলে তাঁকে তাড়া করে। নাটকটি নিয়ে নির্মাতা জুবায়ের বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমার অনেক আলোচিত নাটকের অভিনয়শিল্পী তিনি। সুপারভাইজার নাটকটি আমরা বেশ মজা নিয়ে করেছি। আশা করছি, দর্শক পছন্দ করবেন।’
আগামীকাল সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নাটকটি।
ইদানীং নাটকে অভিনয় অনেকটা কমিয়ে দিয়েছেন মোশাররফ করিম। ব্যতিক্রমী গল্প পেলে তবেই নাটকের জন্য শিডিউল দেন। নাটকের কাজ কমিয়ে তিনি ব্যস্ত হয়েছেন ওয়েব কনটেন্ট ও সিনেমায়। শুধু দেশের ইন্ডাস্ট্রিতে নয়, কাজ করছেন ওপার বাংলায়ও। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘হুব্বা’র টিজার। ব্রাত্য বসুর পরিচালনায় এ সিনেমায় প্রধান চরিত্রে আছেন তিনি।
সিনেমাটি এ বছরই মুক্তি পাওয়ার কথা। এ নির্মাতার ‘ডিকশনারি’ সিনেমায়ও ছিলেন মোশাররফ। ব্রাত্য বসু সম্প্রতি জানিয়েছেন, পরের সিনেমাটিও মোশাররফকে নিয়ে করতে চান তিনি। তাঁকে মাথায় রেখেই লিখছেন চিত্রনাট্য।
মোশাররফ করিমের সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। হাস্যরসাত্মক গল্পে যেমন তাঁরা দর্শকের মন জয় করেছেন, তেমনি জীবনঘনিষ্ঠ গল্পেও অনবদ্য এ জুটি। গত ঈদে মোশাররফ করিমের যে কয়টি নাটক আলোচনায় এসেছিল, সেগুলোর মধ্যে ছিল ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’। এতেও মোশাররফের নায়িকা ছিলেন তানিয়া।
এ ছাড়া ‘সব দোষ হোসেন আলীর’, ‘ওয়েট’, ‘পিনিকেই ঝিনিক’, ‘আড়াই তালাক’, ‘গাড়িওয়ালা’, ‘অরিজিনাল’, ‘লতিফ দপ্তরি’, ‘কাল্লু সুইপার’, ‘ক্যারেক্টার ঢিলা’ এ জুটির আলোচিত কাজ। এবার আরেকটি নাটক নিয়ে আসছেন তাঁরা। নাম ‘সুপারভাইজার’। লিখেছেন ও পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর।
নাটকের গল্পে দেখা যাবে, এক পোশাক কারখানায় সুপারভাইজার হিসেবে কাজ করেন মোশাররফ। তানিয়া বৃষ্টি সেখানকার শ্রমিক। কিন্তু কারখানার কেউ জানে না, তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী। এদিকে পোশাক কারখানায় আরও অনেক মেয়ের সঙ্গে মোশাররফের ভাব। কেউ তাঁর জন্য রান্না করে নিয়ে আসে, কেউ দেয় উপহার।
বিষয়টি ভালো লাগে না তানিয়ার। তিনি হুমকি দেন, বিয়ের বিষয়টি সবাইকে জানিয়ে দেবেন। এভাবে নানা সংকট চলার একপর্যায়ে সত্যিটা সামনে চলে আসে। এত দিন গোপনে পোশাক কারখানার যেসব মেয়ের সঙ্গে প্রেম চালিয়ে আসছিলেন মোশাররফ, তারা সবাই মিলে তাঁকে তাড়া করে। নাটকটি নিয়ে নির্মাতা জুবায়ের বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমার অনেক আলোচিত নাটকের অভিনয়শিল্পী তিনি। সুপারভাইজার নাটকটি আমরা বেশ মজা নিয়ে করেছি। আশা করছি, দর্শক পছন্দ করবেন।’
আগামীকাল সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে নাটকটি।
ইদানীং নাটকে অভিনয় অনেকটা কমিয়ে দিয়েছেন মোশাররফ করিম। ব্যতিক্রমী গল্প পেলে তবেই নাটকের জন্য শিডিউল দেন। নাটকের কাজ কমিয়ে তিনি ব্যস্ত হয়েছেন ওয়েব কনটেন্ট ও সিনেমায়। শুধু দেশের ইন্ডাস্ট্রিতে নয়, কাজ করছেন ওপার বাংলায়ও। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘হুব্বা’র টিজার। ব্রাত্য বসুর পরিচালনায় এ সিনেমায় প্রধান চরিত্রে আছেন তিনি।
সিনেমাটি এ বছরই মুক্তি পাওয়ার কথা। এ নির্মাতার ‘ডিকশনারি’ সিনেমায়ও ছিলেন মোশাররফ। ব্রাত্য বসু সম্প্রতি জানিয়েছেন, পরের সিনেমাটিও মোশাররফকে নিয়ে করতে চান তিনি। তাঁকে মাথায় রেখেই লিখছেন চিত্রনাট্য।
মঞ্চে গান গাওয়ার সময় উদিত নারায়ণ এক তরুণীর ঠোঁটে চুমু দেন। সেই ভিডিও এখন ভাইরাল। এ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ভারতীয় সভ্য় সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন।
২ ঘণ্টা আগেভারতীয় বিনোদন দুনিয়ায় সংগীত রিয়্যালিটি শো নিয়ে সুনিধি চৌহানের পর এবার বিস্ফোরক মন্তব্য করলেন কৈলাস খের। সংগীতের রিয়্যালিটি শো এর নামে ভেলপুরি বিক্রি করছে বলে মন্তব্য করেছেন তিনি। হঠাৎ কেন এমন মন্তব্য এই গায়কের?
৩ ঘণ্টা আগেপলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নামের সিনেমা বানাচ্ছেন সামছুল হুদা। গত মাসের শেষ দিকে এ সিনেমার নায়ক নিরব হোসেনের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমার। তবে জানানো হয়নি নায়িকার নাম। অবশেষে জানা গেল গোলাপে নিরবের নায়িকা হচ্ছেন পরীমণি।
৬ ঘণ্টা আগেপ্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছেন নাট্যজন মামুনুর রশীদ। তাঁর বিভিন্ন নাট্যকর্মে সমাজতাত্ত্বিক, রাজনৈতিক দর্শন ও শিল্পদর্শন একীভূত হয়েছে। নাট্যচর্চার পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন তিনি। প্রবন্ধ, উপন্যাসের পাশাপাশি নিয়মিত পত্রিকায়ও প্রকাশ হয় তাঁর লেখা। আজকের পত্রিকায় লেখা তাঁর...
৬ ঘণ্টা আগে