বদলে যাওয়ার গল্পে ফজলুর রহমান বাবু ও মম
ঢাকা শহরের এক নিম্ন মধ্যবিত্ত দম্পতি সলিম ও কল্পনা। সলিম পেশায় বাসচালক। আর কল্পনা গৃহবধূ। রাস্তায় সারা দিনের ধকল, যাত্রীদের বাড়তি কথা ইত্যাদিতে বিরক্ত হয়ে সলিম যখন বাসায় ফেরে, সেখানেও শান্তি পায় না সে। স্ত্রীর নানা রকম আবদার, কিস্তিওয়ালার চাপ—সব মিলিয়ে জীবনটা খুব বেশি স্বাচ্ছন্দ্যের নয় সলিমের। স্বল্