ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা যাহের আলভী ও সালহা খানম নাদিয়া। নাটকে দুজনেই দর্শকপ্রিয়তা নিয়ে কাজ করছেন নিয়মিতই। রোমান্টিক, পারিবারিক ও নানামাত্রিক গল্পে দেখা মেলে তাঁদের। তবে দুজন এবার এক হলেন ব্যতিক্রমী এক উদ্যোগে। তিন শতাধিক মা মিলে আয়োজন করছেন একটি গেট টুগেদারের। সেখানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলভী ও নাদিয়া।
মা হওয়ার যাত্রাটা একদমই সহজ নয়। হাসি, কান্না, কষ্ট ও নতুন নতুন অভিজ্ঞতা নিয়েই পথ চলতে হয় একজন সন্তানসম্ভবা মায়ের। পরে সন্তান লালন-পালনেও মায়েদের পার করতে হয় অনেক সংগ্রামী সময়। এই পথচলার প্রতিটি মুহূর্তকে ভাগাভাগি করে নিতে ফেসবুকে রয়েছে মাম্মি’স ফান টুগেদার নামে গ্রুপ। ৭০ হাজার নারী সদস্য নিয়ে গড়ে উঠেছে গ্রুপটি। এই গ্রুপ মাতৃত্বকে লালন করা, উপভোগ করার, অভিজ্ঞতা অর্জন করার সুযোগ করে দিয়েছে। পোস্টপার্টাম ডিপ্রেশন কী সেটা জানার জায়গা, সন্তান নিয়ে কীভাবে উদ্যোক্তা হয়ে নিজের পায়ে দাঁড়ানো যায় সেটা শেখার জায়গা। সর্বোপরি মা হয়েও নানা সংকট পেরিয়ে জীবন কীভাবে উপভোগ করা যায়, সেটা অনুধাবনের প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এই গ্রুপ।
এখান থেকে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় মাম্মি’স ফান টুগেদারে ‘গ্র্যান্ড গেট টুগেদার ২০২৩’। এখানে তিন শতাধিক মা তাঁদের সন্তানদের নিয়ে একসঙ্গে মাতৃত্বকে উদ্যাপন করেছেন। গ্রুপটির প্রতিষ্ঠাতা অ্যাডমিন আফরা ইবনাত ইকরা। তাঁর সঙ্গে আছেন আরও চারজন অ্যাডমিন নুসরাত জাহান তৃষা, আজরিন হোসাইন, প্রিয়তী রিয়া, রিয়া রিও। এই পাঁচজন নিজেরাও মা। সেই সঙ্গে নারী উদ্যোক্তা। প্রত্যেকেই নিজের ক্যারিয়ারের পাশাপাশি সন্তান-পরিবার সামলে এই গ্রুপটাকেও গড়ে তুলেছেন একটা পরিবারের মতো। তারাই আয়োজন করেছেন গেট টুগেদারটির। এখানে সারা দেশ থেকে মায়েরা এসেছেন অংশগ্রহণ করতে।
এই আয়োজনে অতিথি হয়ে আনন্দিত যাহের আলভী। তিনি বলেন, ‘মা ও মাতৃত্ব সব সময়ই আবেগী একটা অনুভূতির। এত এত মা, যাঁরা কর্মক্ষেত্রেও সফল, তাঁদের এই আয়োজনে থাকতে পেরে আমি সত্যি আনন্দিত। মায়েদের সঙ্গে সময় কাটানোর মুহূর্তের চেয়ে সুন্দর আর কী হতে পারে। জগতের সব মা ভালো থাকুক।’
সালহা খানম নাদিয়া বলেন, ‘অনেকেই মনে করেন মা হয়ে যাওয়া মানেই জীবন শুধু সন্তানকেন্দ্রিক। কিন্তু জীবনের এই নতুন অধ্যায় নিয়ে প্রতিটি মুহূর্তকে যে উপভোগ করা যায়, সেটা এই গ্রুপের সদস্যরা দেখাচ্ছেন। সত্যিই অনুপ্রাণিত হওয়ার মতো ব্যাপার। আমি এখানে আমন্ত্রিত হয়ে সম্মানিত বোধ করছি।’
গ্রুপটির প্রতিষ্ঠাতা অ্যাডমিন আফরা ইবনাত ইকরা বলেন, ‘প্রত্যেক মাকে মাতৃত্বকালীন ও পরবর্তী সন্তান লালন-পালনের ক্ষেত্রে সব রকম সংকট কাটিয়ে জীবনকে প্রাণবন্ত করে তোলার অনুপ্রেরণা জোগাতেই আমাদের গেট টুগেদারের মূল উদ্দেশ্য।’
ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা যাহের আলভী ও সালহা খানম নাদিয়া। নাটকে দুজনেই দর্শকপ্রিয়তা নিয়ে কাজ করছেন নিয়মিতই। রোমান্টিক, পারিবারিক ও নানামাত্রিক গল্পে দেখা মেলে তাঁদের। তবে দুজন এবার এক হলেন ব্যতিক্রমী এক উদ্যোগে। তিন শতাধিক মা মিলে আয়োজন করছেন একটি গেট টুগেদারের। সেখানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলভী ও নাদিয়া।
মা হওয়ার যাত্রাটা একদমই সহজ নয়। হাসি, কান্না, কষ্ট ও নতুন নতুন অভিজ্ঞতা নিয়েই পথ চলতে হয় একজন সন্তানসম্ভবা মায়ের। পরে সন্তান লালন-পালনেও মায়েদের পার করতে হয় অনেক সংগ্রামী সময়। এই পথচলার প্রতিটি মুহূর্তকে ভাগাভাগি করে নিতে ফেসবুকে রয়েছে মাম্মি’স ফান টুগেদার নামে গ্রুপ। ৭০ হাজার নারী সদস্য নিয়ে গড়ে উঠেছে গ্রুপটি। এই গ্রুপ মাতৃত্বকে লালন করা, উপভোগ করার, অভিজ্ঞতা অর্জন করার সুযোগ করে দিয়েছে। পোস্টপার্টাম ডিপ্রেশন কী সেটা জানার জায়গা, সন্তান নিয়ে কীভাবে উদ্যোক্তা হয়ে নিজের পায়ে দাঁড়ানো যায় সেটা শেখার জায়গা। সর্বোপরি মা হয়েও নানা সংকট পেরিয়ে জীবন কীভাবে উপভোগ করা যায়, সেটা অনুধাবনের প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এই গ্রুপ।
এখান থেকে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় মাম্মি’স ফান টুগেদারে ‘গ্র্যান্ড গেট টুগেদার ২০২৩’। এখানে তিন শতাধিক মা তাঁদের সন্তানদের নিয়ে একসঙ্গে মাতৃত্বকে উদ্যাপন করেছেন। গ্রুপটির প্রতিষ্ঠাতা অ্যাডমিন আফরা ইবনাত ইকরা। তাঁর সঙ্গে আছেন আরও চারজন অ্যাডমিন নুসরাত জাহান তৃষা, আজরিন হোসাইন, প্রিয়তী রিয়া, রিয়া রিও। এই পাঁচজন নিজেরাও মা। সেই সঙ্গে নারী উদ্যোক্তা। প্রত্যেকেই নিজের ক্যারিয়ারের পাশাপাশি সন্তান-পরিবার সামলে এই গ্রুপটাকেও গড়ে তুলেছেন একটা পরিবারের মতো। তারাই আয়োজন করেছেন গেট টুগেদারটির। এখানে সারা দেশ থেকে মায়েরা এসেছেন অংশগ্রহণ করতে।
এই আয়োজনে অতিথি হয়ে আনন্দিত যাহের আলভী। তিনি বলেন, ‘মা ও মাতৃত্ব সব সময়ই আবেগী একটা অনুভূতির। এত এত মা, যাঁরা কর্মক্ষেত্রেও সফল, তাঁদের এই আয়োজনে থাকতে পেরে আমি সত্যি আনন্দিত। মায়েদের সঙ্গে সময় কাটানোর মুহূর্তের চেয়ে সুন্দর আর কী হতে পারে। জগতের সব মা ভালো থাকুক।’
সালহা খানম নাদিয়া বলেন, ‘অনেকেই মনে করেন মা হয়ে যাওয়া মানেই জীবন শুধু সন্তানকেন্দ্রিক। কিন্তু জীবনের এই নতুন অধ্যায় নিয়ে প্রতিটি মুহূর্তকে যে উপভোগ করা যায়, সেটা এই গ্রুপের সদস্যরা দেখাচ্ছেন। সত্যিই অনুপ্রাণিত হওয়ার মতো ব্যাপার। আমি এখানে আমন্ত্রিত হয়ে সম্মানিত বোধ করছি।’
গ্রুপটির প্রতিষ্ঠাতা অ্যাডমিন আফরা ইবনাত ইকরা বলেন, ‘প্রত্যেক মাকে মাতৃত্বকালীন ও পরবর্তী সন্তান লালন-পালনের ক্ষেত্রে সব রকম সংকট কাটিয়ে জীবনকে প্রাণবন্ত করে তোলার অনুপ্রেরণা জোগাতেই আমাদের গেট টুগেদারের মূল উদ্দেশ্য।’
কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের দ্বিতীয় দিন ওয়ার্ল্ড উইমেন কানস অ্যাজেন্ডা ডিসকাশন পর্বে অংশ নিলেন বাংলাদেশের অভিনেত্রী ও প্রযোজক বর্ষা। ‘নিউ এরা অব আইডেন্টি অ্যান্ড ইমপ্যাক্ট অ্যান্ড গ্লোবাল সিনেমা’ শীর্ষক এই সেমিনারে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন বর্ষা।
১ ঘণ্টা আগে২০২৩ সালের নভেম্বরে সিনেমার মহরত অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়েছিল ২০২৪ সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘এশা মার্ডার: কর্মফল’। তবে ঈদের আগে টিজার প্রকাশ করে জানানো হয় রোজা নয়, কোরবানির ঈদে আসছে সিনেমাটি। শেষ পর্যন্ত তা আর হয়নি। এরপর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নির্মাতা ও প্রযোজকেরাও নিশ্চিত
১ ঘণ্টা আগেরোজার ঈদে মুক্তি পেয়েছিল ৬টি সিনেমা, যার ৪টিই দর্শকপ্রিয় হয়েছিল। এখনো বিভিন্ন হলে চলছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘চক্কর’ ও ‘জংলি’। অবশেষে দেড় মাস পর প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে নতুন সিনেমা। আজ থেকে দেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘জয়া আর শারমিন’।
১ ঘণ্টা আগেঢাকায় অবস্থিত জার্মান কালচারাল সেন্টারের আয়োজনে ‘সিনে সন্ধ্যা’ আয়োজনে প্রদর্শিত হবে গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ছুরত’ ও ‘আনটং’। ১৮ মে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য দুটি। মানুষের বাক্স্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে আনটাং। ছুরত নির্মিত হয়েছে মানুষের
১ ঘণ্টা আগে