বিনোদন প্রতিবেদক, ঢাকা
ক্যারিয়ারের শুরুতে গান গাইতেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। কনা, রুমানা ও নাফিজাকে নিয়ে গড়েছিলেন ব্যান্ড অ্যাঞ্জেল ফোর। অভিনয়ে ব্যস্ত হওয়ার পর ধীরে ধীরে থেমে গেছে গান গাওয়া। দীর্ঘ ১৫ বছর পর আবার গাইলেন তিনি।
মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র টাইটেল গানে কণ্ঠ দিলেন তিশা। গানের শিরোনাম ‘অটোবায়োগ্রাফি’, লিখেছেন ইশতিয়াক আহমেদ, সুর ও সংগীতায়োজন করছেন পাভেল অরিন। গতকাল রাতে চরকিতে রিলিজ হয়েছে গানটি।
গানটি নিয়ে আজকের পত্রিকাকে তিশা বলেন, ‘দীর্ঘ ১৫ বছর পর গাইলাম। ছোট সময়ে গান করা হলেও এখন আমি শুধু অভিনয় করি। সিনেমাটার সঙ্গে আমাদের নিজেদের অনেক আবেগ জড়িত, গানটি লেখা ও সুরের পর আমি গাইতে চাইলে আমাকে সেই সুযোগ দেওয়া হয়।’
নিয়মিত গান করার পরিকল্পনার প্রশ্নে তিশা বলেন, ‘না, তেমন ইচ্ছে নেই। আমি তো প্রফেশনাল কণ্ঠশিল্পী না, আমি অভিনয়শিল্পী। এটা নির্ভর করছে কত বছর আবারও গাইব তার ওপর।’
গানটি ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার দিয়েছেন তিশা। আর সেখানেই তিনি প্রশংসায় ভাসছেন। একজন লিখেছেন, ‘সর্ব গুণে সম্পূর্ণ আপু’। আরেকজন লিখেছেন, ‘শব্দ, কথা, সুর, কণ্ঠ—সব মিলিয়ে অসাধারণ গান শুনলাম। নুসরাত ইমরোজ তিশা খুব ভালো অভিনেত্রী, পাশাপাশি এই গানের মাধ্যমে প্রমাণিত সে অসম্ভব ভালো গায়িকা। নিঃসন্দেহে সে আমার পছন্দের মানুষ।’
‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ তিশার কাছে ভীষণ স্পেশাল। তিশা বলেন, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি ইলহাম হওয়ার পর আমার প্রথম কাজ। রাইটার হিসেবে আমার প্রথম লেখা। ইলহামের প্রথম মিউজিক ভিডিও, একজন ডিরেক্টর ফারুকীর প্রথম অভিনয়—এই ফিল্মে অনেক কিছুই প্রথমবার ঘটেছে। আর যেকোনো প্রথম বিষয় মানুষের জীবনে অনেক স্পেশাল। তাই সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি আমার জন্য অনেক স্পেশাল।’
ক্যারিয়ারের শুরুতে গান গাইতেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। কনা, রুমানা ও নাফিজাকে নিয়ে গড়েছিলেন ব্যান্ড অ্যাঞ্জেল ফোর। অভিনয়ে ব্যস্ত হওয়ার পর ধীরে ধীরে থেমে গেছে গান গাওয়া। দীর্ঘ ১৫ বছর পর আবার গাইলেন তিনি।
মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র টাইটেল গানে কণ্ঠ দিলেন তিশা। গানের শিরোনাম ‘অটোবায়োগ্রাফি’, লিখেছেন ইশতিয়াক আহমেদ, সুর ও সংগীতায়োজন করছেন পাভেল অরিন। গতকাল রাতে চরকিতে রিলিজ হয়েছে গানটি।
গানটি নিয়ে আজকের পত্রিকাকে তিশা বলেন, ‘দীর্ঘ ১৫ বছর পর গাইলাম। ছোট সময়ে গান করা হলেও এখন আমি শুধু অভিনয় করি। সিনেমাটার সঙ্গে আমাদের নিজেদের অনেক আবেগ জড়িত, গানটি লেখা ও সুরের পর আমি গাইতে চাইলে আমাকে সেই সুযোগ দেওয়া হয়।’
নিয়মিত গান করার পরিকল্পনার প্রশ্নে তিশা বলেন, ‘না, তেমন ইচ্ছে নেই। আমি তো প্রফেশনাল কণ্ঠশিল্পী না, আমি অভিনয়শিল্পী। এটা নির্ভর করছে কত বছর আবারও গাইব তার ওপর।’
গানটি ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার দিয়েছেন তিশা। আর সেখানেই তিনি প্রশংসায় ভাসছেন। একজন লিখেছেন, ‘সর্ব গুণে সম্পূর্ণ আপু’। আরেকজন লিখেছেন, ‘শব্দ, কথা, সুর, কণ্ঠ—সব মিলিয়ে অসাধারণ গান শুনলাম। নুসরাত ইমরোজ তিশা খুব ভালো অভিনেত্রী, পাশাপাশি এই গানের মাধ্যমে প্রমাণিত সে অসম্ভব ভালো গায়িকা। নিঃসন্দেহে সে আমার পছন্দের মানুষ।’
‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ তিশার কাছে ভীষণ স্পেশাল। তিশা বলেন, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি ইলহাম হওয়ার পর আমার প্রথম কাজ। রাইটার হিসেবে আমার প্রথম লেখা। ইলহামের প্রথম মিউজিক ভিডিও, একজন ডিরেক্টর ফারুকীর প্রথম অভিনয়—এই ফিল্মে অনেক কিছুই প্রথমবার ঘটেছে। আর যেকোনো প্রথম বিষয় মানুষের জীবনে অনেক স্পেশাল। তাই সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি আমার জন্য অনেক স্পেশাল।’
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
১৩ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
১৪ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
১৮ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
১৮ ঘণ্টা আগে