Ajker Patrika

১৫ বছর পর গাইলেন তিশা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১: ৪২
১৫ বছর পর গাইলেন তিশা

ক্যারিয়ারের শুরুতে গান গাইতেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। কনা, রুমানা ও নাফিজাকে নিয়ে গড়েছিলেন ব্যান্ড অ্যাঞ্জেল ফোর। অভিনয়ে ব্যস্ত হওয়ার পর ধীরে ধীরে থেমে গেছে গান গাওয়া। দীর্ঘ ১৫ বছর পর আবার গাইলেন তিনি।

মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র টাইটেল গানে কণ্ঠ দিলেন তিশা। গানের শিরোনাম ‘অটোবায়োগ্রাফি’, লিখেছেন ইশতিয়াক আহমেদ, সুর ও সংগীতায়োজন করছেন পাভেল অরিন। গতকাল রাতে চরকিতে রিলিজ হয়েছে গানটি।

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবি: ফেসবুকগানটি নিয়ে আজকের পত্রিকাকে তিশা বলেন, ‘দীর্ঘ ১৫ বছর পর গাইলাম। ছোট সময়ে গান করা হলেও এখন আমি শুধু অভিনয় করি। সিনেমাটার সঙ্গে আমাদের নিজেদের অনেক আবেগ জড়িত, গানটি লেখা ও সুরের পর আমি গাইতে চাইলে আমাকে সেই সুযোগ দেওয়া হয়।’

নিয়মিত গান করার পরিকল্পনার প্রশ্নে তিশা বলেন, ‘না, তেমন ইচ্ছে নেই। আমি তো প্রফেশনাল কণ্ঠশিল্পী না, আমি অভিনয়শিল্পী। এটা নির্ভর করছে কত বছর আবারও গাইব তার ওপর।’

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবি: ফেসবুকগানটি ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার দিয়েছেন তিশা। আর সেখানেই তিনি প্রশংসায় ভাসছেন। একজন লিখেছেন, ‘সর্ব গুণে সম্পূর্ণ আপু’। আরেকজন লিখেছেন, ‘শব্দ, কথা, সুর, কণ্ঠ—সব মিলিয়ে অসাধারণ গান শুনলাম। নুসরাত ইমরোজ তিশা খুব ভালো অভিনেত্রী, পাশাপাশি এই গানের মাধ্যমে প্রমাণিত সে অসম্ভব ভালো গায়িকা। নিঃসন্দেহে সে আমার পছন্দের মানুষ।’

 ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ তিশার কাছে ভীষণ স্পেশাল। তিশা বলেন, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি ইলহাম হওয়ার পর আমার প্রথম কাজ। রাইটার হিসেবে আমার প্রথম লেখা। ইলহামের প্রথম মিউজিক ভিডিও, একজন ডিরেক্টর ফারুকীর প্রথম অভিনয়—এই ফিল্মে অনেক কিছুই প্রথমবার ঘটেছে। আর যেকোনো প্রথম বিষয় মানুষের জীবনে অনেক স্পেশাল। তাই সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি আমার জন্য অনেক স্পেশাল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত