Ajker Patrika

অভিনেত্রী তানজিন তিশাকে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ২১: ২৭
অভিনেত্রী তানজিন তিশাকে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাংবাদিককে হুমকি দেওয়ার প্রতিবাদে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে রাজধানীর সার্ক ফোয়ারার সামনে মানববন্ধন করেছেন বিনোদন সংবাদকর্মীরা। বেলা আড়াইটায় শুরু হওয়া মানববন্ধনে সাংবাদিকেরা তিশার উদ্দেশে বলেন, ‘আপনি নানা সময়ে সাংবাদিকদের সঙ্গে বাজে আচরণ করেছেন। আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে অনেক। এবার এসব বন্ধ করুন।’

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর খবর ছড়ায়, অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেমের জেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন অভিনেত্রী তানজিন তিশা। এ বিষয়ে জানতে চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক মাজহারুল ইসলাম তামিম কথা বলতে চান তিশার সঙ্গে। আলাপকালে ওই সাংবাদিককে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দেন তিনি। নিজের ভুল স্বীকার করে পরদিন ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দেন তিশা। পরে সেই পোস্ট মুছেও ফেলেন। গত সোমবার বিকেলে সেই সাংবাদিকের নামে ডিবিতে সাইবার বুলিংয়ের অভিযোগ জানান তিশা।

সাংবাদিককে হুমকি দেওয়া প্রসঙ্গে সোমবার তিশা বলেন, ‘সেদিন মানসিক ও শারীরিকভাবে আমি সুস্থ ছিলাম না। ফলে কারও ফোন রিসিভ করতে পারিনি। কিন্তু তামিম নামের একজন সাংবাদিকের মেসেজ পেয়ে তাকে ফোন ব্যাক করি। মেসেজটা এমন ছিল যে একজন নারী হিসেবে এটা আমার জন্য অনেক সেনসিটিভ। আমার মনে হয়েছে, কোনো নারীকেই সে এই প্রশ্ন করতে পারে না, যেটা সে আমাকে করেছে। সেই টেক্সট আমি সবার সামনে প্রকাশ করতে পারব না।’

মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকেরা জানান, তিশার সঙ্গে তামিমের কথোপকথনের একটি স্ক্রিনশট দেখা গেছে; যেখানে তামিম তাঁর পরিচয়, পদবি দিয়ে হোয়াটসঅ্যাপে টেক্সট করে তিশাকে লিখেছেন, ‘মিডিয়ায় গুঞ্জন ছড়িয়েছে, তিশা অ্যাবরশন করিয়েছেন।’ এতে তিশা অবাক হন। এরপর তামিম বলেন, ‘হ্যাঁ, এমনটাই ছড়াচ্ছে। এটা ছড়ানোর আগেই একটা স্টেটমেন্ট দেন প্লিজ।’

২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি ডিবি থেকে সাংবাদিকের বিরুদ্ধে দেওয়া অভিযোগ তুলে নেওয়ার জন্য বলেন মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত