আজ নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধুর চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হুমায়ূন সাধুর প্রকৃত নাম হুমায়ূন কবীর সাধু। তাঁর জন্ম চট্টগ্রামে। শৈশব ও কৈশোর কেটেছে সেখানেই। ৯ ভাইবোনের মধ্যে তিনি সপ্তম। মা মরিয়ম বেগম ছিলেন তাঁর জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।
সাধু শারীরিকভাবে অন্যদের চেয়ে কিছুটা খর্বাকৃতির ছিলেন। এ জন্য বাবা স্কুলে পাঠাতে আগ্রহী ছিলেন না। বড় বোনের কাছেই তাই প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন সাধু। পরে বড় বোন তাকে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠান। কিন্তু বিদ্যালয়ের শিক্ষকেরা তাকে নিতে অনাগ্রহ প্রকাশ করেন।
পরে তার ভাইয়ের অনুরোধে সাধুকে সে স্কুলে নিয়ে ভর্তি করা হয় এবং দ্বিতীয় শ্রেণির পরীক্ষায় ১৩০ জন ছেলে-মেয়েকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেন তিনি। সহপাঠীরা তখন সাধুকে কাঁধে নিয়ে উল্লাস করছিল। তাঁর পরিবারও মিষ্টি কিনে খাইয়েছিল পাড়ার লোকদের।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে ভর্তি হন সাধু।
সিনেমা বানানোর স্বপ্ন নিয়ে ঢাকায় আসা সাধু সহকারী হিসেবে কাজ শুরু করেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে পাশাপাশি যাত্রা করেন অভিনয়শিল্পী হিসেবেও।
তার প্রথম চলচ্চিত্র ‘হোমো-সেপিয়েন্স’। তাঁর প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গুঞ্জন’ ও ‘গড ভার্সেস গড’। ‘বেঁচে থাকার জন্য আমি’ এবং ‘পাখি পাকা পেঁপে খায়’ নামে নাটক সিরিজ তৈরি করেন তিনি।
হুমায়ূন সাধুর আলোচিত নাটক ‘চিকন পিনের চার্জার’। নাটকটির লেখক ও পরিচালক তিনি নিজেই। এ নাটকে অভিনয়ও করেছেন এবং তাঁর বিপরীতে ছিলেন অভিনেত্রী শাহতাজ।
হুমায়ূন সাধু অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে-মেড ইন বাংলাদেশ, বিউটি সার্কাস, সাত ভাই চম্পা, চোরাবালি। এ ছাড়া ‘ঊন মানুষ’ নামে একটি টেলিফিল্মে অভিনয় করেন তিনি।
হুমায়ূন সাধুর প্রযোজনায় ‘আমার ঘরে বিরাজ করে লালনগীতি’ নামে একটি সংগীত অ্যালবাম আমাজন থেকে বের হয়।
২০১৯ সালের অমর একুশে বইমেলায় প্রকাশ পায় সাধুর প্রথম বই ‘ননাই’। একটি সিনেমা নির্মাণের কাজও হাতে নিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর শেষ ইচ্ছাটা আর পূরণ হয়নি।
আজ নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধুর চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এই দিনে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হুমায়ূন সাধুর প্রকৃত নাম হুমায়ূন কবীর সাধু। তাঁর জন্ম চট্টগ্রামে। শৈশব ও কৈশোর কেটেছে সেখানেই। ৯ ভাইবোনের মধ্যে তিনি সপ্তম। মা মরিয়ম বেগম ছিলেন তাঁর জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।
সাধু শারীরিকভাবে অন্যদের চেয়ে কিছুটা খর্বাকৃতির ছিলেন। এ জন্য বাবা স্কুলে পাঠাতে আগ্রহী ছিলেন না। বড় বোনের কাছেই তাই প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন সাধু। পরে বড় বোন তাকে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠান। কিন্তু বিদ্যালয়ের শিক্ষকেরা তাকে নিতে অনাগ্রহ প্রকাশ করেন।
পরে তার ভাইয়ের অনুরোধে সাধুকে সে স্কুলে নিয়ে ভর্তি করা হয় এবং দ্বিতীয় শ্রেণির পরীক্ষায় ১৩০ জন ছেলে-মেয়েকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেন তিনি। সহপাঠীরা তখন সাধুকে কাঁধে নিয়ে উল্লাস করছিল। তাঁর পরিবারও মিষ্টি কিনে খাইয়েছিল পাড়ার লোকদের।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে ভর্তি হন সাধু।
সিনেমা বানানোর স্বপ্ন নিয়ে ঢাকায় আসা সাধু সহকারী হিসেবে কাজ শুরু করেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে পাশাপাশি যাত্রা করেন অভিনয়শিল্পী হিসেবেও।
তার প্রথম চলচ্চিত্র ‘হোমো-সেপিয়েন্স’। তাঁর প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গুঞ্জন’ ও ‘গড ভার্সেস গড’। ‘বেঁচে থাকার জন্য আমি’ এবং ‘পাখি পাকা পেঁপে খায়’ নামে নাটক সিরিজ তৈরি করেন তিনি।
হুমায়ূন সাধুর আলোচিত নাটক ‘চিকন পিনের চার্জার’। নাটকটির লেখক ও পরিচালক তিনি নিজেই। এ নাটকে অভিনয়ও করেছেন এবং তাঁর বিপরীতে ছিলেন অভিনেত্রী শাহতাজ।
হুমায়ূন সাধু অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে-মেড ইন বাংলাদেশ, বিউটি সার্কাস, সাত ভাই চম্পা, চোরাবালি। এ ছাড়া ‘ঊন মানুষ’ নামে একটি টেলিফিল্মে অভিনয় করেন তিনি।
হুমায়ূন সাধুর প্রযোজনায় ‘আমার ঘরে বিরাজ করে লালনগীতি’ নামে একটি সংগীত অ্যালবাম আমাজন থেকে বের হয়।
২০১৯ সালের অমর একুশে বইমেলায় প্রকাশ পায় সাধুর প্রথম বই ‘ননাই’। একটি সিনেমা নির্মাণের কাজও হাতে নিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর শেষ ইচ্ছাটা আর পূরণ হয়নি।
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
১৭ ঘণ্টা আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
১৭ ঘণ্টা আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
১৭ ঘণ্টা আগে