লক্ষ্মীপুর প্রতিনিধি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমুকে তাঁর মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে। আজ শুক্রবার রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রামের লক্ষ্মীপুর শহরের লামচরী জামে মসজিদের পাশের একটি কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
এর আগে রাত ৮টার দিকে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে আত্মীয়স্বজন ছাড়াও স্থানীয় লোকজন অংশ নেন।
এদিকে সন্ধ্যা ৭টার দিকে অ্যাম্বুলেন্সযোগে হিমুর মৃতদেহ নানার বাড়ি লক্ষ্মীপুর শহরের লামচরী পুরাতন গো-হাটাসংলগ্ন এলাকায় নিয়ে আসা হয়। আত্মীয়স্বজন মৃতদেহ একনজর দেখার পর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মৃতদেহ জানাজার স্থানে নিয়ে আসা হয়। পরে বাদ এশা জানাজার নামাজ পড়ান ওই মসজিদের ইমাম।
হোমায়ারা হিমুর মামা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মঈন উদ্দিন চৌধুরী কামরু জানান, লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লামচরী জামে মসজিদের সামনে রাত সোয়া ৮টার পর বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে মসজিদের কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এটি তাঁর নানার এলাকা। তাঁর দাদার বাড়ি চাঁদপুরের মতলবে। তবে ছোটবেলা থেকে নানার বাড়িতেই থাকতেন তিনি।
মা শামীম আরা চৌধুরীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়েছে। হিমুর বাবা-মা কেউই বেঁচে নেই। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান। তাঁর বাবা প্রকৌশলী সানা উল্লাহ দুমাস আগে মারা যান। তাঁর মা শামীম আরা চৌধুরী ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। হিমু যখন ছোট ছিলেন, তখন মা-বাবার মধ্যে ছাড়াছাড়ি হয়।
অভিনেত্রী হোমায়রা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমুকে তাঁর মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে। আজ শুক্রবার রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রামের লক্ষ্মীপুর শহরের লামচরী জামে মসজিদের পাশের একটি কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
এর আগে রাত ৮টার দিকে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে আত্মীয়স্বজন ছাড়াও স্থানীয় লোকজন অংশ নেন।
এদিকে সন্ধ্যা ৭টার দিকে অ্যাম্বুলেন্সযোগে হিমুর মৃতদেহ নানার বাড়ি লক্ষ্মীপুর শহরের লামচরী পুরাতন গো-হাটাসংলগ্ন এলাকায় নিয়ে আসা হয়। আত্মীয়স্বজন মৃতদেহ একনজর দেখার পর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মৃতদেহ জানাজার স্থানে নিয়ে আসা হয়। পরে বাদ এশা জানাজার নামাজ পড়ান ওই মসজিদের ইমাম।
হোমায়ারা হিমুর মামা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মঈন উদ্দিন চৌধুরী কামরু জানান, লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লামচরী জামে মসজিদের সামনে রাত সোয়া ৮টার পর বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে মসজিদের কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এটি তাঁর নানার এলাকা। তাঁর দাদার বাড়ি চাঁদপুরের মতলবে। তবে ছোটবেলা থেকে নানার বাড়িতেই থাকতেন তিনি।
মা শামীম আরা চৌধুরীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়েছে। হিমুর বাবা-মা কেউই বেঁচে নেই। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান। তাঁর বাবা প্রকৌশলী সানা উল্লাহ দুমাস আগে মারা যান। তাঁর মা শামীম আরা চৌধুরী ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। হিমু যখন ছোট ছিলেন, তখন মা-বাবার মধ্যে ছাড়াছাড়ি হয়।
অভিনেত্রী হোমায়রা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
চেক জালিয়াতির মামলায় হাজির না হওয়ায় আসামি মোসলেম উদ্দিনের অনুপস্থিতিতেই রায় দিয়েছিলেন আদালত। দোষী সাব্যস্ত করে তাঁকে দেওয়া হয়েছিল এক বছরের কারাদণ্ড। পাশাপাশি জরিমানা করা হয় ৬০ লাখ টাকা। এ দণ্ড মাথায় নিয়েই সাত বছর লাপাত্তা ছিলেন তিনি।
২ ঘণ্টা আগেগোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে বাস ও ট্রাকের অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বেদম প্রহার করেছেন শিক্ষক। এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)। গতকাল বৃস্পতিবার বিকেল থেকে ছড়িয়ে পড়া ভিডিওটি ৩৫ সেকেন্ডের। এর মধ্যে প্রথম ২৩ সেকেন্ড পর্যন্ত শিশুটিকে মারতে দেখা গেছে শিক্ষককে। ওই ২৩ সেকেন্ডে শিশুটিকে ২১ বার
২ ঘণ্টা আগে