শিহাব আহমেদ, ঢাকা
প্রযোজক, নির্মাতা, অভিনয়শিল্পীদের পাশাপাশি নাটক-সিনেমার গুরুত্বপূর্ণ অংশ প্রোডাকশন বয়। সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে চায়ে চিনি কম হওয়ায় রাব্বী নামে এক প্রোডাকশন বয়কে হেনস্তা করার অভিযোগ উঠেছে অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে।গত বৃহস্পতিবার দুপুরে দোলনচাঁপা শুটিং হাউসে নির্মাতা আদিবাসী মিজানের শুটিং সেটে এ ঘটনা ঘটে।
ওই দিন দুপুরে শামীম হাসান চা চাইলে রাব্বী তাঁকে চা দেন। তবে চিনি কম হওয়ায় শামীম হাসান প্রোডাকশন বয়কে ধরে জোর করে গরম চা তাঁর মুখে ঢেলে দেন। এ ঘটনার জেরে হাসপাতালেও যেতে হয়েছে রাব্বীকে। এ বিষয়ে জানতে চাইলে শামীম হাসান বলেন, ‘রাব্বী যে চা আমাকে দেয়, সেটা মুখে দিতেই তিতায় ভরে যায়। তখন আমি রাব্বীকে হাসতে হাসতে বললাম, তুই খেয়ে দেখ। সে বলে, খাব না। তিন-চারবার বলার পর কাপ নিয়ে কাছে এগিয়ে যাই। তখন ওর হাতে লেগে চায়ের কাপ ওর শার্টের ওপর পড়ে। তবে চা এত গরম ছিল না।’
শামীম হাসান আরও বলেন, ‘হঠাৎ বিকেলের দিকে তাঁদের সংগঠন থেকে একজন এসে বলল, রাব্বী হাসপাতালে ভর্তি। তাঁর নাকি শ্বাসনালি পুড়ে গেছে। আমি একটু অবাক হয়ে যাই। এরপর ওকে নিয়ে ওদের সংগঠনের লোকজন আসে। ওকে সরি বললাম আর ফলমূল খাওয়ার জন্য তিন হাজার টাকা দিলাম। বিষয়টা এমন না যে আমি টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছি। মানবিক দিক থেকে দিয়েছি। এরপর সব মীমাংসা হয়ে গেছে।’
শামীম বলেন, ‘এটা জাস্ট একটা দুর্ঘটনা। ইউনিটের সবাই কিন্তু আমরা পরিবারের মতো। এত দিন ধরে কাজ করছি, কখনোই এমন ঘটনা ঘটেনি। বাইরের কিছু মানুষ এটাকে ইস্যু বানাতে চাইছে। আমার একটা ভুল হয়ে গেছে। এর জন্য একবার নয়, বিশবার আমি রাব্বীর কাছে ক্ষমা চেয়েছি। এ ছাড়া যদি তাঁর চিকিৎসা করানোর জন্য আরও টাকা লাগে, সেটাও দেব বলেছি। তাঁর সঙ্গে কিন্তু আমার যোগাযোগটা থাকবে। তবে যারা এই ঘটনাকে ইস্যু বানাতে চাইছে, তারা কিন্তু থাকবে না।’ এ বিষয়ে রাব্বী বলেন, ‘সেদিন সন্ধ্যায় ঘটনাটি মীমাংসা হয়ে গেছে। শামীম ভাই আমাকে জড়িয়ে ধরে বলেছেন, তাঁর ভুল হয়ে গেছে। এটা নিয়ে আর কথা বলতে চাইছি না।’
এটা জাস্ট একটা দুর্ঘটনা। ইউনিটের সবাই কিন্তু আমরা পরিবারের মতো। এত দিন ধরে কাজ করছি, কখনোই এমন ঘটনা ঘটেনি।
এদিকে শুটিং সেটে এমন ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু জাফর অপু। তিনি বলেন, ‘এমন ঘটনা মোটেও কাম্য নয়। বিষয়টি আমরা মৌখিকভাবে অভিনয়শিল্পী সংঘ ও ডিরেক্টরস গিল্ডকে জানিয়েছি। এখন দেখার বিষয় এ বিষয়ে তারা কী পদক্ষেপ নেয়। তবে আমরা ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। সামনে এমন ঘটনার যে পুনরাবৃত্তি হবে না, এর কী গ্যারান্টি? প্রোডাকশন বয়দের সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করে। আমরা প্রোডাকশনে যাঁরা কাজ করি, তাঁরা শিল্পীদের নিজের পরিবারের মতো সেবা করি। কিন্তু এরপরেও অনেকের কাছ থেকে আমরা যে ব্যবহারটা পাই, সেটা মেনে নেওয়ার মতো না। আমাদের একটাই চাওয়া, কোনো শিল্পী যেন কোনো প্রোডাকশন বয়ের সঙ্গে এ ধরনের ব্যবহার না করেন।’
বিষয়টি নিয়ে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন, ‘এ রকম ঘটনায় একজন অভিনয়শিল্পী হিসেবে আমি লজ্জিত। শুটিংয়ে তাঁদের অবদান কোনো অংশেই কম নয়। আমার সঙ্গে তাঁদের কথা হয়েছে। তাঁদের লিখিত অভিযোগ দিতে বলেছি।
ভবিষ্যতে যাতে এ রকম ঘটনা আর না ঘটে, আমরা সে ব্যবস্থা গ্রহণ করব। এ ছাড়া শিল্পীদের নিয়ে আমরা একটি কর্মশালার আয়োজন করব। শুটিং সেটে শিল্পীদের ব্যবহার কেমন হওয়া উচিত, সেটা নিয়ে আলোচনা হবে।’
ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর বলেন, ‘একজন প্রোডাকশন বয় শুটিং ইউনিটের খুব গুরুত্বপূর্ণ সদস্য। নির্মাতা থেকে শুরু করে সব শিল্পীর খেয়াল রাখে প্রোডাকশন বয়। চায়ে চিনি কম হতেই পারে। আমি তাঁকে বললেই তিনি ঠিক করে দেবেন। এ কারণে কেউ চা ছুড়ে মারতে পারেন না। লিখিত অভিযোগ পেলে আমরা বিষয়টি নিয়ে দুই পক্ষের সঙ্গেই কথা বলব।’
প্রযোজক, নির্মাতা, অভিনয়শিল্পীদের পাশাপাশি নাটক-সিনেমার গুরুত্বপূর্ণ অংশ প্রোডাকশন বয়। সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে চায়ে চিনি কম হওয়ায় রাব্বী নামে এক প্রোডাকশন বয়কে হেনস্তা করার অভিযোগ উঠেছে অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে।গত বৃহস্পতিবার দুপুরে দোলনচাঁপা শুটিং হাউসে নির্মাতা আদিবাসী মিজানের শুটিং সেটে এ ঘটনা ঘটে।
ওই দিন দুপুরে শামীম হাসান চা চাইলে রাব্বী তাঁকে চা দেন। তবে চিনি কম হওয়ায় শামীম হাসান প্রোডাকশন বয়কে ধরে জোর করে গরম চা তাঁর মুখে ঢেলে দেন। এ ঘটনার জেরে হাসপাতালেও যেতে হয়েছে রাব্বীকে। এ বিষয়ে জানতে চাইলে শামীম হাসান বলেন, ‘রাব্বী যে চা আমাকে দেয়, সেটা মুখে দিতেই তিতায় ভরে যায়। তখন আমি রাব্বীকে হাসতে হাসতে বললাম, তুই খেয়ে দেখ। সে বলে, খাব না। তিন-চারবার বলার পর কাপ নিয়ে কাছে এগিয়ে যাই। তখন ওর হাতে লেগে চায়ের কাপ ওর শার্টের ওপর পড়ে। তবে চা এত গরম ছিল না।’
শামীম হাসান আরও বলেন, ‘হঠাৎ বিকেলের দিকে তাঁদের সংগঠন থেকে একজন এসে বলল, রাব্বী হাসপাতালে ভর্তি। তাঁর নাকি শ্বাসনালি পুড়ে গেছে। আমি একটু অবাক হয়ে যাই। এরপর ওকে নিয়ে ওদের সংগঠনের লোকজন আসে। ওকে সরি বললাম আর ফলমূল খাওয়ার জন্য তিন হাজার টাকা দিলাম। বিষয়টা এমন না যে আমি টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছি। মানবিক দিক থেকে দিয়েছি। এরপর সব মীমাংসা হয়ে গেছে।’
শামীম বলেন, ‘এটা জাস্ট একটা দুর্ঘটনা। ইউনিটের সবাই কিন্তু আমরা পরিবারের মতো। এত দিন ধরে কাজ করছি, কখনোই এমন ঘটনা ঘটেনি। বাইরের কিছু মানুষ এটাকে ইস্যু বানাতে চাইছে। আমার একটা ভুল হয়ে গেছে। এর জন্য একবার নয়, বিশবার আমি রাব্বীর কাছে ক্ষমা চেয়েছি। এ ছাড়া যদি তাঁর চিকিৎসা করানোর জন্য আরও টাকা লাগে, সেটাও দেব বলেছি। তাঁর সঙ্গে কিন্তু আমার যোগাযোগটা থাকবে। তবে যারা এই ঘটনাকে ইস্যু বানাতে চাইছে, তারা কিন্তু থাকবে না।’ এ বিষয়ে রাব্বী বলেন, ‘সেদিন সন্ধ্যায় ঘটনাটি মীমাংসা হয়ে গেছে। শামীম ভাই আমাকে জড়িয়ে ধরে বলেছেন, তাঁর ভুল হয়ে গেছে। এটা নিয়ে আর কথা বলতে চাইছি না।’
এটা জাস্ট একটা দুর্ঘটনা। ইউনিটের সবাই কিন্তু আমরা পরিবারের মতো। এত দিন ধরে কাজ করছি, কখনোই এমন ঘটনা ঘটেনি।
এদিকে শুটিং সেটে এমন ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন টেলিভিশন মিডিয়া প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু জাফর অপু। তিনি বলেন, ‘এমন ঘটনা মোটেও কাম্য নয়। বিষয়টি আমরা মৌখিকভাবে অভিনয়শিল্পী সংঘ ও ডিরেক্টরস গিল্ডকে জানিয়েছি। এখন দেখার বিষয় এ বিষয়ে তারা কী পদক্ষেপ নেয়। তবে আমরা ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। সামনে এমন ঘটনার যে পুনরাবৃত্তি হবে না, এর কী গ্যারান্টি? প্রোডাকশন বয়দের সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করে। আমরা প্রোডাকশনে যাঁরা কাজ করি, তাঁরা শিল্পীদের নিজের পরিবারের মতো সেবা করি। কিন্তু এরপরেও অনেকের কাছ থেকে আমরা যে ব্যবহারটা পাই, সেটা মেনে নেওয়ার মতো না। আমাদের একটাই চাওয়া, কোনো শিল্পী যেন কোনো প্রোডাকশন বয়ের সঙ্গে এ ধরনের ব্যবহার না করেন।’
বিষয়টি নিয়ে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন, ‘এ রকম ঘটনায় একজন অভিনয়শিল্পী হিসেবে আমি লজ্জিত। শুটিংয়ে তাঁদের অবদান কোনো অংশেই কম নয়। আমার সঙ্গে তাঁদের কথা হয়েছে। তাঁদের লিখিত অভিযোগ দিতে বলেছি।
ভবিষ্যতে যাতে এ রকম ঘটনা আর না ঘটে, আমরা সে ব্যবস্থা গ্রহণ করব। এ ছাড়া শিল্পীদের নিয়ে আমরা একটি কর্মশালার আয়োজন করব। শুটিং সেটে শিল্পীদের ব্যবহার কেমন হওয়া উচিত, সেটা নিয়ে আলোচনা হবে।’
ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর বলেন, ‘একজন প্রোডাকশন বয় শুটিং ইউনিটের খুব গুরুত্বপূর্ণ সদস্য। নির্মাতা থেকে শুরু করে সব শিল্পীর খেয়াল রাখে প্রোডাকশন বয়। চায়ে চিনি কম হতেই পারে। আমি তাঁকে বললেই তিনি ঠিক করে দেবেন। এ কারণে কেউ চা ছুড়ে মারতে পারেন না। লিখিত অভিযোগ পেলে আমরা বিষয়টি নিয়ে দুই পক্ষের সঙ্গেই কথা বলব।’
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
১১ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪