Ajker Patrika

নাট্যকার ও নির্মাতা মোহন খানের মৃত্যু

আপডেট : ৩১ মে ২০২৩, ১১: ০১
নাট্যকার ও নির্মাতা মোহন খানের মৃত্যু

মারা গেছেন জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা মোহন খান। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুর খবরটি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর। মৃত্যুকালে মোহন খানের বয়স হয়েছিল ৬৫ বছর।

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছিল তাঁর। চলতি মাসের শুরুর দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এরপর পরিস্থিতির অবনতি ঘটলে মোহন খানকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবশেষে আজ চিরবিদায় নিলেন তিনি।

ভাগনে তুষার খান জানান, হাসপাতালের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে মোহন খানের মরদেহ তাঁর লালমাটিয়ার বাড়িতে নেওয়া হবে। বুধবার বাদ জোহর লালমাটিয়া শাহি মসজিদে তাঁর জানাজা হবে। এরপর ঢাকার আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করা হবে।

দেশের নাট্য অঙ্গনে পরিচিত নাম মোহন খান। তাঁর গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিন দশকের বেশি সময় ধরে নাটক নির্মাণ করেন তিনি। পাশাপাশি নাটক রচনাও করেন। তাঁর পরিচালিত প্রথম নাটক ‘আমার দুধমা’ বিটিভিতে প্রচারিত হয়। তাঁর লেখা ও পরিচালনায় নাটক ‘সমুদ্রে গাঙচিল’, ‘সেই আমরা’, ‘নীড়ের খোঁজে গাঙচিল’, ‘জেগে ওঠো সমুদ্র’, ‘মেঘবালিকা’, ‘দূরের মানুষ’, ‘আঙ্গুর লতা’, ‘হৃদয়পুরের গল্প’ ইত্যাদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত