শিল্পের বর্জ্যে সর্বনাশ খীরুর
‘আমার খীরু, আমার জীবন, বাঁচাও তারে বন্ধ করো দূষণ’ স্লোগানে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের ভালুকা আঞ্চলিক শাখা খীরু রক্ষায় স্মারকলিপি, মানববন্ধন, সভা-সমাবেশ করছে দীর্ঘদিন। তবে পরিস্থিতির উন্নতি হয়নি মোটেও। উপজেলার বুক চিরে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা খীরু এখন দখলে-দূষণে শ্রীহীন।