ভাগাড়ের জায়গায় সবজি চাষ দেখে মুগ্ধ মানুষ
মাদারীপুর খাগদী এলাকায় শেখ হাসিনা মহাসড়কের পাশে পুরোনো সেই ময়লার ভাগাড়ে এখন উঁকি দিচ্ছে নানান শাকসবজি। পৌরসভার ময়লার ভাগাড়টি অন্যত্র সরিয়ে নেওয়ায় বদলে গেছে পুরো এলাকার পরিবেশ। স্থানীয় বাসিন্দারা বছরজুড়ে এখানে চাষ করছেন লালশাক, পুঁইশাক, বেগুনসহ অন্য শাকসবজি।