Ajker Patrika

সৈকতে ভেসে এল মৃত ইরাবতী ডলফিন

ভোলা প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১০: ১৫
সৈকতে ভেসে এল মৃত ইরাবতী ডলফিন

ভোলার চরফ্যাশনে বঙ্গোপসাগরের মোহনার তারুয়া সমুদ্রসৈকতে ভেসে এসেছে একটি মৃত ইরাবতী ডলফিন। গত মঙ্গলবার বিকেলে সমুদ্রের জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে এসে বালুচরে আটকা পড়ে।

পরে বন বিভাগের সদস্যরা পর্যবেক্ষণ শেষে গতকাল বুধবার সকালে মৃত ডলফিনটি সৈকতের এক পাশে বালুচাপা দেয়। তবে কি কারণে ডলফিনটির মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি বন বিভাগ।

ভোলা বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে প্রায় অর্ধগলিত ডলফিনটি তারুয়া সমুদ্রসৈকতে ভেসে আসে। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে বন বিভাগে খবর দেন। বন বিভাগ জানায়, প্রায় সাড়ে চার ফুট লম্বা ইরাবতী প্রজাতির ডলফিনটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কি কারণে ডলফিনটির মৃত্যু হলো তা অনুসন্ধান করা হচ্ছে।

এদিকে ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির কো-অর্ডিনেটর ও বন্যপ্রাণী গবেষক সামিউল মেহেসানিন বলেন, ‘গভীর সাগরে জেলেদের জালে আটকে প্রায়ই এভাবে ডলফিনের মৃত্যু হয়। পরে ভাসতে ভাসতে এসব ডলফিনের মৃতদেহ কোনো এক সৈকতের বালুচরে চলে আসে। বঙ্গোপসাগরে দিন দিন ডলফিনের সংখ্যা কমে আসছে। এ সম্পদ রক্ষা না করা গেলে সামুদ্রিক পরিবেশে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত