নদী রক্ষা বাঁধে ভিড় পর্যটকের
নদীভাঙনে প্রতিবছর বিলীন হয় বসতবাড়ি, হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফসলি জমি। নিঃস্ব হয় হাজার হাজার মানুষ। দুঃখ তাঁদের নিত্যসঙ্গী হয়ে দেখা দেয়। নদীভাঙন রোধে সরকার শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ১০ দশমিক ২ কিলোমিটার বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়।