শরীয়তপুর প্রতিনিধি
প্রাকৃতিক দুর্যোগের কারণে ফলন বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন শরীয়তপুরের মরিচচাষিরা। উৎপাদন খরচ ওঠানো নিয়ে শঙ্কায় পড়েছেন তাঁরা। ফলন কম হওয়ায় প্রতি বিঘা জমিতে কৃষককে লোকসান গুনতে হচ্ছে ৮ থেকে ১০ হাজার টাকা। এ ছাড়া ঋণের টাকা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মরিচচাষিরা।
অসময়ের বৃষ্টিতে ফলন বিপর্যয়ের সঙ্গে উচ্চ মূল্যে সার, বীজ আর সেচ খরচে পুঁজি হারিয়েছেন বলে দাবি চাষিদের।
শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর শরীয়তপুরে ৬ হাজার ৫৮০ হেক্টর জমিতে মরিচের আবাদ করা হয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১০ হাজার ৩০৮ মেট্রিক টন। জেলার ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় সবচেয়ে বেশি মরিচের আবাদ হয়। মৌসুম শুরুর দিকে অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত জেলায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অসময়ের ভারী বৃষ্টির কারণে মরিচখেতে পানি জমে বেশ কিছু এলাকার মরিচগাছ ক্ষতিগ্রস্ত হয়। ফলে চলতি মৌসুমে মরিচের উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে। জেলার মরিচের উৎপাদন অন্তত ১০ শতাংশ কমে যেতে পারে। সে ক্ষেত্রে কৃষক বড় ধরনের লোকসানের মুখে পড়তে পারেন।
জেলার ভেদরগঞ্জের পদ্মার মধ্যে থাকা দুর্গম চর কাচিকাটায় প্রচুর পরিমাণে মরিচের আবাদ হয়ে থাকে। চরাঞ্চলের কিষান-কিষানি এখন ব্যস্ত সময় পার করছেন মাঠ থেকে মরিচ তোলার কাজে। তবে মৌসুমের মাঝামাঝি সময়ে এসেও কৃষকের মুখে হাসি নেই। অসময়ের বৃষ্টিতে ভেসে গেছে এখানকার কৃষকের স্বপ্ন। মরিচের উৎপাদন কমেছে অর্ধেকের কাছাকাছি। ফলে দুশ্চিন্তায় রয়েছে এই চরের প্রতিটি কৃষিপরিবার।
গত রোববার কাচিকাটার চরজিংকিং এলাকায় গিয়ে দেখা যায়, দিগন্তজোড়া মরিচগাছ। মাঠ থেকে কিষান-কিষানি মরিচ তুলছেন। ফসলের মাঠ অতিক্রম করে তাঁদের কাছে যাওয়ার পথে দেখা মিলল ক্ষতিগ্রস্ত মরিচের খেত। অধিকাংশ চারা মারা গেছে। কিছু কিছু চারা বেঁচে থাকলেও তাতে ফলন অর্ধেকের কম। কৃষকেরা জানান, চাষাবাদের শুরুতে বৃষ্টির কারণে জমিতে পানি আটকে মারাত্মক ক্ষতি হয়েছে। অন্য বছর একটি খেত থেকে কমপক্ষে তিনবার ফসল তোলা যায়। কিন্তু এ বছর একবার গাছ থেকে মরিচ তোলা গেছে। ফলে উৎপাদন খরচ তো দূরের কথা, বড় ধরনের লোকসানের মুখে পড়তে হয়েছে তাঁদের।
কাচিকাটা চরে স্ত্রী-সন্তান নিয়ে মাঠ থেকে মরিচ তুলছেন ষাটোর্ধ্ব আব্দুল লতিফ সরদার। তিনি জানান, মরিচগাছের চারা অবস্থায় প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে অর্ধেক চারা পচে নষ্ট হয়ে গেছে। যা বেঁচে আছে তাতেও ফলন হয়েছে অন্যবারের তুলনায় অর্ধেকের কম। এই বছর সার, বীজ আর সেচের খরচও উঠবে না।
মরিচখেতে কাজ করা মারুফা আকতার মর্জিনা বলেন, ‘প্রায় দুই লাখ টাকা ঋণ নিয়ে মরিচের চাষাবাদ করেছি। বর্ষার কারণে সব ফসল মাইর গেছে। অন্য বছর খেত থেকে তিনবার মরিচ তুলতে পারলেও ফলন কম হওয়ায় এ বছর একবারের বেশি মরিচ তোলা যাবে না। এখন আমরা খামু কী? আর ঋণের টাকা পরিশোধ করব কীভাবে?’
শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসূল আজকের পত্রিকাকে বলেন, মরিচ চাষাবাদের শুরুর দিকে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে মরিচসহ তেল ও মসলাজাতীয় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি কমিয়ে আনতে নিয়মিত কৃষকদের বিভিন্ন পরামর্শ ও সহায়তা দেওয়া হয়েছে। বাজারমূল্য কম থাকায় কৃষক লোকসানের মুখে পড়েছেন।
প্রাকৃতিক দুর্যোগের কারণে ফলন বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন শরীয়তপুরের মরিচচাষিরা। উৎপাদন খরচ ওঠানো নিয়ে শঙ্কায় পড়েছেন তাঁরা। ফলন কম হওয়ায় প্রতি বিঘা জমিতে কৃষককে লোকসান গুনতে হচ্ছে ৮ থেকে ১০ হাজার টাকা। এ ছাড়া ঋণের টাকা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মরিচচাষিরা।
অসময়ের বৃষ্টিতে ফলন বিপর্যয়ের সঙ্গে উচ্চ মূল্যে সার, বীজ আর সেচ খরচে পুঁজি হারিয়েছেন বলে দাবি চাষিদের।
শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর শরীয়তপুরে ৬ হাজার ৫৮০ হেক্টর জমিতে মরিচের আবাদ করা হয়। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১০ হাজার ৩০৮ মেট্রিক টন। জেলার ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলায় সবচেয়ে বেশি মরিচের আবাদ হয়। মৌসুম শুরুর দিকে অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত জেলায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অসময়ের ভারী বৃষ্টির কারণে মরিচখেতে পানি জমে বেশ কিছু এলাকার মরিচগাছ ক্ষতিগ্রস্ত হয়। ফলে চলতি মৌসুমে মরিচের উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে। জেলার মরিচের উৎপাদন অন্তত ১০ শতাংশ কমে যেতে পারে। সে ক্ষেত্রে কৃষক বড় ধরনের লোকসানের মুখে পড়তে পারেন।
জেলার ভেদরগঞ্জের পদ্মার মধ্যে থাকা দুর্গম চর কাচিকাটায় প্রচুর পরিমাণে মরিচের আবাদ হয়ে থাকে। চরাঞ্চলের কিষান-কিষানি এখন ব্যস্ত সময় পার করছেন মাঠ থেকে মরিচ তোলার কাজে। তবে মৌসুমের মাঝামাঝি সময়ে এসেও কৃষকের মুখে হাসি নেই। অসময়ের বৃষ্টিতে ভেসে গেছে এখানকার কৃষকের স্বপ্ন। মরিচের উৎপাদন কমেছে অর্ধেকের কাছাকাছি। ফলে দুশ্চিন্তায় রয়েছে এই চরের প্রতিটি কৃষিপরিবার।
গত রোববার কাচিকাটার চরজিংকিং এলাকায় গিয়ে দেখা যায়, দিগন্তজোড়া মরিচগাছ। মাঠ থেকে কিষান-কিষানি মরিচ তুলছেন। ফসলের মাঠ অতিক্রম করে তাঁদের কাছে যাওয়ার পথে দেখা মিলল ক্ষতিগ্রস্ত মরিচের খেত। অধিকাংশ চারা মারা গেছে। কিছু কিছু চারা বেঁচে থাকলেও তাতে ফলন অর্ধেকের কম। কৃষকেরা জানান, চাষাবাদের শুরুতে বৃষ্টির কারণে জমিতে পানি আটকে মারাত্মক ক্ষতি হয়েছে। অন্য বছর একটি খেত থেকে কমপক্ষে তিনবার ফসল তোলা যায়। কিন্তু এ বছর একবার গাছ থেকে মরিচ তোলা গেছে। ফলে উৎপাদন খরচ তো দূরের কথা, বড় ধরনের লোকসানের মুখে পড়তে হয়েছে তাঁদের।
কাচিকাটা চরে স্ত্রী-সন্তান নিয়ে মাঠ থেকে মরিচ তুলছেন ষাটোর্ধ্ব আব্দুল লতিফ সরদার। তিনি জানান, মরিচগাছের চারা অবস্থায় প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে অর্ধেক চারা পচে নষ্ট হয়ে গেছে। যা বেঁচে আছে তাতেও ফলন হয়েছে অন্যবারের তুলনায় অর্ধেকের কম। এই বছর সার, বীজ আর সেচের খরচও উঠবে না।
মরিচখেতে কাজ করা মারুফা আকতার মর্জিনা বলেন, ‘প্রায় দুই লাখ টাকা ঋণ নিয়ে মরিচের চাষাবাদ করেছি। বর্ষার কারণে সব ফসল মাইর গেছে। অন্য বছর খেত থেকে তিনবার মরিচ তুলতে পারলেও ফলন কম হওয়ায় এ বছর একবারের বেশি মরিচ তোলা যাবে না। এখন আমরা খামু কী? আর ঋণের টাকা পরিশোধ করব কীভাবে?’
শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসূল আজকের পত্রিকাকে বলেন, মরিচ চাষাবাদের শুরুর দিকে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে মরিচসহ তেল ও মসলাজাতীয় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি কমিয়ে আনতে নিয়মিত কৃষকদের বিভিন্ন পরামর্শ ও সহায়তা দেওয়া হয়েছে। বাজারমূল্য কম থাকায় কৃষক লোকসানের মুখে পড়েছেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪