রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
দীর্ঘ ছয় মাস কারাভোগ শেষে লিবিয়া থেকে বাড়ি ফিরেছেন মাদারীপুরের রাজৈর উপজেলার মো. রাকিবুল শেখ, মহিদুল ও ইমরান মোল্লা নামের তিন যুবক। সরকারের সহযোগিতায় তাঁরা বাড়ি ফিরেছেন। এতে ভুক্তভোগী তিন যুবকের পরিবারে ফিরেছে স্বস্তি। দালালদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
জানা গেছে, লিবিয়া থেকে ৩ মার্চ ১১৪ জনকে দেশে পাঠানো হয়। এর মধ্যে তিন যুবকের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। দেশে ফিরে তাঁরা হোম কোয়ারেন্টিনে ছিলেন। ১১ মার্চ তাঁরা বাড়িতে আসেন। ভুক্তভোগী তিন যুবক মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
তিন যুবকের মধ্যে মহিদুল উপজেলার আমগ্রাম ইউনিয়নের পিরের বাসা এলাকার, রাকিবুল খালিয়া ইউনিয়নের পশ্চিম স্বরমঙ্গল গ্রামের ও ইমরান মজুমদার কান্দি গ্রামের বাসিন্দা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যের জমিতে বসবাস করা রাকিবুল ২০২১ সালের মার্চ মাসে ধার-দেনা করে বিদেশে পাড়ি জমান। গন্তব্য ছিল ইউরোপের দেশ ইতালি। এ জন্য ৪ লাখ টাকা নেন উপজেলার গোবিন্দপুর গ্রামের মেরাজ বেপারী ও তাঁর বড় ভাই মাসুদ বেপারী। কিন্তু রাকিবুলকে নেওয়া হয় লিবিয়ায়। সেখানে তাঁকে মারধর ও বিভিন্ন হুমকি দিয়ে রাজৈর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমানের মাধ্যমে আরও ৩ লাখ টাকা নেন তাঁরা। এর কিছুদিন পরেই কুষ্টিয়ার ভেড়ামারা ইউনিয়নের মো. ছাপতি সাহার ছেলে মো. তোতা সাহা নামে আরেক দালালের মাধ্যমে ফোন করে আরও ৬ লাখ টাকা চাওয়া হয়। সেই টাকাও মিজানুর রহমানের কাছে দিতে বলা হয়। পরে টাকা নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ পথে ইতালি পাঠানোর সময় লিবিয়ার কোস্টগার্ডের হাতে আটক হন রাকিবুল। এ সময় আটক হওয়া সবাইকে গাদাগাদি করে জেলে বন্দী রাখা হয়। একইভাবে ভোগান্তির শিকার হন মহিদুল। পরে বাংলাদেশ দূতাবাসের চেষ্টায় জেল থেকে রাকিবুল ও মহিদুলসহ ১১৪ জনকে উদ্ধার করে দেশে পাঠানো হয়।
রাকিবুল শেখ বলেন, ‘দালালেরা আমাকে নির্যাতন করে অনেক টাকা নিয়েছেন। ধরা পড়ার পর দালালেরা কোনো খোঁজ নেননি। একটা কসাইখানার মধ্যে আমাদের রেখেছিল পুলিশ। সেখানে সাড়ে চার মাস ছিলাম। সারা দিনে একটা খবজা (প্যাঁচানো রুটির মতো) খেতে দিত। পানি চাইলে মারধর করত। আমি দালালদের বিচার চাই।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ সাদিক বলেন, ‘এ বিষয়ে ভুক্তভোগীদের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
দীর্ঘ ছয় মাস কারাভোগ শেষে লিবিয়া থেকে বাড়ি ফিরেছেন মাদারীপুরের রাজৈর উপজেলার মো. রাকিবুল শেখ, মহিদুল ও ইমরান মোল্লা নামের তিন যুবক। সরকারের সহযোগিতায় তাঁরা বাড়ি ফিরেছেন। এতে ভুক্তভোগী তিন যুবকের পরিবারে ফিরেছে স্বস্তি। দালালদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
জানা গেছে, লিবিয়া থেকে ৩ মার্চ ১১৪ জনকে দেশে পাঠানো হয়। এর মধ্যে তিন যুবকের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। দেশে ফিরে তাঁরা হোম কোয়ারেন্টিনে ছিলেন। ১১ মার্চ তাঁরা বাড়িতে আসেন। ভুক্তভোগী তিন যুবক মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
তিন যুবকের মধ্যে মহিদুল উপজেলার আমগ্রাম ইউনিয়নের পিরের বাসা এলাকার, রাকিবুল খালিয়া ইউনিয়নের পশ্চিম স্বরমঙ্গল গ্রামের ও ইমরান মজুমদার কান্দি গ্রামের বাসিন্দা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যের জমিতে বসবাস করা রাকিবুল ২০২১ সালের মার্চ মাসে ধার-দেনা করে বিদেশে পাড়ি জমান। গন্তব্য ছিল ইউরোপের দেশ ইতালি। এ জন্য ৪ লাখ টাকা নেন উপজেলার গোবিন্দপুর গ্রামের মেরাজ বেপারী ও তাঁর বড় ভাই মাসুদ বেপারী। কিন্তু রাকিবুলকে নেওয়া হয় লিবিয়ায়। সেখানে তাঁকে মারধর ও বিভিন্ন হুমকি দিয়ে রাজৈর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমানের মাধ্যমে আরও ৩ লাখ টাকা নেন তাঁরা। এর কিছুদিন পরেই কুষ্টিয়ার ভেড়ামারা ইউনিয়নের মো. ছাপতি সাহার ছেলে মো. তোতা সাহা নামে আরেক দালালের মাধ্যমে ফোন করে আরও ৬ লাখ টাকা চাওয়া হয়। সেই টাকাও মিজানুর রহমানের কাছে দিতে বলা হয়। পরে টাকা নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ পথে ইতালি পাঠানোর সময় লিবিয়ার কোস্টগার্ডের হাতে আটক হন রাকিবুল। এ সময় আটক হওয়া সবাইকে গাদাগাদি করে জেলে বন্দী রাখা হয়। একইভাবে ভোগান্তির শিকার হন মহিদুল। পরে বাংলাদেশ দূতাবাসের চেষ্টায় জেল থেকে রাকিবুল ও মহিদুলসহ ১১৪ জনকে উদ্ধার করে দেশে পাঠানো হয়।
রাকিবুল শেখ বলেন, ‘দালালেরা আমাকে নির্যাতন করে অনেক টাকা নিয়েছেন। ধরা পড়ার পর দালালেরা কোনো খোঁজ নেননি। একটা কসাইখানার মধ্যে আমাদের রেখেছিল পুলিশ। সেখানে সাড়ে চার মাস ছিলাম। সারা দিনে একটা খবজা (প্যাঁচানো রুটির মতো) খেতে দিত। পানি চাইলে মারধর করত। আমি দালালদের বিচার চাই।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ সাদিক বলেন, ‘এ বিষয়ে ভুক্তভোগীদের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫