গ্রামে গ্রামে ঘুরে চাক থেকে মধু সংগ্রহ করাই তাঁর পেশা
ঝালকাঠিতে গ্রামে গ্রামে ঘুরে মৌচাক থেকে মধু সংগ্রহ করেন শাহ আলম (৫৫)। গ্রামের কোথাও মধু সংগ্রহের সরঞ্জাম নিয়ে ছুটে যান তিনি। অত্যন্ত যত্নসহকারে মৌচাক থেকে মধু সংগ্রহ করেন। ভেজালমুক্ত এই মধুর অর্ধেক গাছের মালিককে দিতে হয়। বাকি অর্ধেক নেন তিনি। সংগৃহীত মধু বিক্রি করে যে টাকা পান, তা দিয়েই চলে তাঁর সংস