Ajker Patrika

মুগ ডালের খেতে বৃষ্টির পানি ফসলের ক্ষতির আশঙ্কা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২২, ১১: ৫৪
মুগ ডালের খেতে বৃষ্টির পানি ফসলের ক্ষতির আশঙ্কা

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ভারী বৃষ্টি হয়েছে মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়নের কিসমত ঝাটিবুনিয়া ও বাজিতাখন্ড গ্রামে। এতে এখানকার প্রায় ২০ একর জমির মুগ ডালের খেতে গাছের গোড়ায় পানি জমে রয়েছে। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কৃষক-কিষানিরা কর্দমাক্ত মাটি ও পানির মধ্যে ফসল তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় মুগ ডালের চাষির সংখ্যা অনেক বেশি। উপজেলায় ৪০০ হেক্টর জমিতে মুগ ডাল চাষের লক্ষ্যমাত্রা ছিল। তবে কৃষি বিভাগের পরামর্শে উপজেলার ৬টি ইউনিয়নে প্রায় ৫০০ হেক্টর জমিতে মুগ ডালের চাষ করতে পেরেছেন কৃষকেরা।

উপজেলার কিসমত ঝাটিবুনিয়া গ্রামের কৃষক আব্দুল জব্বার হাওলাদার জানান, প্রায় এক একর জমিতে মুগ ডালের আবাদ করেছি। কিন্তু ঘূর্ণিঝড় অশনির প্রভাবে হওয়া বৃষ্টির পানিতে খেতের ফসল তলিয়ে গেছে। জমে থাকা পানিতে ফসল নষ্ট হয়ে গাছ শুকিয়ে যাচ্ছে।

বাজিতা চতুর্থ খন্ড গ্রামের কৃষক গোলাম সরোয়ার বলেন, কৃষি বিভাগ থেকে বিনা মূল্যে বীজ ও সার পেয়ে এ বছর প্রায় ৪০ শতাংশ জমিতে মুগ ডালের চাষ করি। ফসল তোলার আগেই বৃষ্টির পানি জমে গাছগুলো মরে যাচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন জানান, মুগ ডাল একটি লাভজনক ফসল। শুকনো মৌসুমে এই অঞ্চলের জমি পতিত অবস্থায় পড়ে থাকত। কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের মুগ ডাল চাষে উদ্বুদ্ধ করায় এই উপজেলায় চাষির সংখ্যা বেড়েছে। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ভারী বর্ষণে কোথাও ফসলের ক্ষতি হলে সরকার প্রণোদনার কর্মসূচি হাতে নিতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত