সড়কে খানাখন্দ, দুর্ভোগ
মুলাদীতে বাটামারা-গলইভাঙা সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘ দিনেও সড়কটির কিছু অংশ সংস্কার না হওয়ায় এই অবস্থা হয়েছে বলে জানা গেছে। এতে দুর্ভোগে পড়েছেন চররকালেখান, বাটামারা ও নাজিরপুর ইউনিয়নের ব্যবসায়ী, গাড়ি চালক, শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ। বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা আরও খারাপ হয়