Ajker Patrika

বেকারি পণ্যের দাম হঠাৎ বেড়ে দ্বিগুণ

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২২, ১১: ২৮
বেকারি পণ্যের দাম হঠাৎ বেড়ে দ্বিগুণ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির পাশাপাশি পটুয়াখালীতে হঠাৎ করে বেড়েছে বেকারি পণ্যের দাম। শহরে এক রাতের ব্যবধানে ৫ টাকার রুটি এখন ১০ টাকায় বিক্রি হচ্ছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে শহরের সাধারণ মানুষ।

শহরের বেকারিপণ্যের দোকান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, আগে বাজারে ৫০ কেজির আটার বস্তার দাম ছিল ১ হাজার ৫০০-২ হাজার টাকা; কিন্তু এখন ৩ হাজার ৩০০ টাকা। এ ছাড়া তেল, ঘি ও চিনি এসবের দাম বৃদ্ধি পাওয়ায় বেকারিপণ্যের দাম বাড়াতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা। তবে সাধারণ মানুষের অভিযোগ, আগে ৫ টাকায় যে রুটির আকার ছিল, তা ছোট পরিসরে বানানো হয়েছে। এ ছাড়া হঠাৎ দাম বৃদ্ধি করায় বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

শহরের শিশুপার্ক এলাকার চায়ের দোকানি রিজভী গাজি বলেন, আগে ৫ টাকায় যে রুটির সাইজ ছিল, তা এখন ছোট করে বানানো হয়েছে। সাধারণ মানুষ এত দামে বেকারিপণ্য কিনতে নারাজ। প্রতিদিন যেখানে আমার ৫০ থেকে ৮০ পিস রুটি বিক্রি হয়, আজকে দাম বৃদ্ধিতে ২০ পিস বিক্রি হয়েছে। সবকিছুর দাম বাড়ছে; এর জন্যই বেকারিপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে।

পটুয়াখালী মহিলা আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা আবু ইউসুফ সাঈদ বলেন, ‘সামান্য রুটির দাম, তা-ও দ্বিগুণ হয়ে গেল। বাজারে সবকিছুর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমি প্রতিদিন সকালবেলা একটা চা ও একটা রুটি খেয়ে থাকি, আজকে যখন চায়ের দোকানে যাই, দোকানি আমাকে বলেন রুটি কিন্তু এখন ১০ টাকা; আমি অবাক হয়ে যাই। গতকালকেও যে রুটি ৫ টাকায় খেয়েছি, তা আজকে ১০ টাকায় খেতে হবে। আগে ২ টাকায় যে রুটি পাওয়া যেত, সেটি এখন ১০ টাকাতেও পাওয়া যাবে না। আমাদের মতো পরিবারগুলো মুখ বুজে আর্তনাদ করা ছাড়া কোনো উপায় নেই।’

পটুয়াখালী শুভেচ্ছা বেকারির মালিক নান্নু মিয়া বলেন, ‘দেশে সব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে আটা, তেল, ঘি ও চিনি বেকারির জন্য খুব জরুরি। তবে এসব পণ্যের দাম অনেক আগেই বৃদ্ধি পেয়েছে, তারপরও আমরা দাম বাড়ায়নি। বেকারির কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে হয়েছে। এসব দিক বিবেচনা করে বেকারিপণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে। দাম যদি বৃদ্ধি না করা হয়, তাহলে আমাদের বেকারি বন্ধ করে দিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত