হিজলা প্রতিনিধি
হিজলা উপজেলায় ৩টি গ্রামের মানুষের একমাত্র ভরসা একটি নড়বড়ে বাঁশের সাঁকো। উপজেলার ধুলখোলা ইউনিয়নের ধুলখোলা গ্রামে সাজাহান আকনের দোকান সংলগ্ন ওই সাঁকোটি দিয়ে বাধ্য হয়ে যাতায়াত করছেন তিন গ্রামের মানুষ।
জানা যায়, ধুলখোলা ইউনিয়নের ধুলখোলা, মাটিয়াল এবং সংকরপাশা গ্রামের মানুষের দৈনন্দিন যাতায়াতের ভরসা একটি মাত্র সাঁকো। দীর্ঘদিন ধরে সেতুর আশ্বাস দেওয়া হচ্ছে তাঁদের। কিন্তু এখন পর্যন্ত পরিবর্তিত হয়নি ওই তিন গ্রামের মানুষের ভাগ্য। ১৬০ ফুট দীর্ঘ ওই নড়বড়ে বাঁশের সাঁকোটি তাঁদের বাধ্য হয়ে ব্যবহার করতে হচ্ছে। সাঁকোটি দিয়ে চলাচল করতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে শিশু, বৃদ্ধ, নারী এবং অসুস্থ মানুষেরা। তাঁরা সাঁকোর নিচে নৌকা দিয়ে পারাপার করে থাকের।
ধুলখোলা গ্রামের স্থানীয় বাসিন্দা রহিম সিকাদার বলেন, ‘দীর্ঘ এই বাঁশের সাঁকোটি পার হতে চরম ভোগান্তির শিকার হতে হয়। ধান, সরিষা, পাটসহ বিভিন্ন উৎপাদিত কৃষিপণ্য নৌকা কিংবা ট্রলারে করে বাজারে বিক্রির জন্য নিয়ে যেতে হয়। ৩টি গ্রামের কয়েক হাজার মানুষেরে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই সাঁকো। এখানে একটি সেতু না থাকায় গ্রামের মানুষদের যাতায়াতে অসুবিধা হচ্ছে।’
রহিম সিকদার আরও বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ এই সাঁকোটি বারবার পরিদর্শন করেছেন। তিনি সেতু নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু সেই আশ্বাস আজও বাস্তবায়িত হয়নি।’
ধুলখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রত্তন রাড়ী বলেন, ‘আমাদের গ্রামে যাতায়াতের একমাত্র ভরসা এই ভাঙা সাঁকোটি। সংসদ সদস্য পংকজ নাথ এখানে সেতু নির্মাণ করে দেবেন বলছে। তবে কবে নাগাদ সেতুটি হবে তা জানা নেই।’
ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে জসিম উদ্দিন এ বিষয়ে জানান, ধুলখোলা সাঁকোটির খুবই অবস্থা খুবই খারাপ। এ বিষয়ে সংসদ সদস্যের সঙ্গে কথা হয়েছে। এখানে একটি সেতু নির্মাণের বরাদ্দ হয়েছে। কিছুদিন পরেই নির্মাণকাজ শুরু হবে।
হিজলা উপজেলায় ৩টি গ্রামের মানুষের একমাত্র ভরসা একটি নড়বড়ে বাঁশের সাঁকো। উপজেলার ধুলখোলা ইউনিয়নের ধুলখোলা গ্রামে সাজাহান আকনের দোকান সংলগ্ন ওই সাঁকোটি দিয়ে বাধ্য হয়ে যাতায়াত করছেন তিন গ্রামের মানুষ।
জানা যায়, ধুলখোলা ইউনিয়নের ধুলখোলা, মাটিয়াল এবং সংকরপাশা গ্রামের মানুষের দৈনন্দিন যাতায়াতের ভরসা একটি মাত্র সাঁকো। দীর্ঘদিন ধরে সেতুর আশ্বাস দেওয়া হচ্ছে তাঁদের। কিন্তু এখন পর্যন্ত পরিবর্তিত হয়নি ওই তিন গ্রামের মানুষের ভাগ্য। ১৬০ ফুট দীর্ঘ ওই নড়বড়ে বাঁশের সাঁকোটি তাঁদের বাধ্য হয়ে ব্যবহার করতে হচ্ছে। সাঁকোটি দিয়ে চলাচল করতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে শিশু, বৃদ্ধ, নারী এবং অসুস্থ মানুষেরা। তাঁরা সাঁকোর নিচে নৌকা দিয়ে পারাপার করে থাকের।
ধুলখোলা গ্রামের স্থানীয় বাসিন্দা রহিম সিকাদার বলেন, ‘দীর্ঘ এই বাঁশের সাঁকোটি পার হতে চরম ভোগান্তির শিকার হতে হয়। ধান, সরিষা, পাটসহ বিভিন্ন উৎপাদিত কৃষিপণ্য নৌকা কিংবা ট্রলারে করে বাজারে বিক্রির জন্য নিয়ে যেতে হয়। ৩টি গ্রামের কয়েক হাজার মানুষেরে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এই সাঁকো। এখানে একটি সেতু না থাকায় গ্রামের মানুষদের যাতায়াতে অসুবিধা হচ্ছে।’
রহিম সিকদার আরও বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ এই সাঁকোটি বারবার পরিদর্শন করেছেন। তিনি সেতু নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু সেই আশ্বাস আজও বাস্তবায়িত হয়নি।’
ধুলখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রত্তন রাড়ী বলেন, ‘আমাদের গ্রামে যাতায়াতের একমাত্র ভরসা এই ভাঙা সাঁকোটি। সংসদ সদস্য পংকজ নাথ এখানে সেতু নির্মাণ করে দেবেন বলছে। তবে কবে নাগাদ সেতুটি হবে তা জানা নেই।’
ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে জসিম উদ্দিন এ বিষয়ে জানান, ধুলখোলা সাঁকোটির খুবই অবস্থা খুবই খারাপ। এ বিষয়ে সংসদ সদস্যের সঙ্গে কথা হয়েছে। এখানে একটি সেতু নির্মাণের বরাদ্দ হয়েছে। কিছুদিন পরেই নির্মাণকাজ শুরু হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪