বরগুনায় ‘ট্রি হসপিটাল’: ভাগ্যবিড়ম্বিত গাছদের জন্য নিবাস
সোহেল হাফিজ আরও বলেন, ‘যেমন ১৮ বছর না হলে নিজের কন্যাসন্তানকে বিয়ে দেওয়া যায় না, তেমনি ১৮ বছর না হলে কাঠ বা ফলদ বৃক্ষও কাটা যাবে না—এমন আইন হওয়া উচিত। এতে পরিবেশ যেমন রক্ষা পাবে, তেমনি মালিকেরাও লাভবান হবেন।’