Ajker Patrika

বরিশালে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বরিশালে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে মো. নাঈম (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১টার দিকে নগরীর বাংলা বাজারসংলগ্ন নুরিয়া স্কুলের পেছনে ডেঙ্গু সরদার রোডে এই ঘটনা ঘটে।

নিহত নাঈম বরগুনার আমতলী উপজেলার পূর্বছিলা গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি কাজের সুবাধে বরিশাল নগরীর বটতলা এলাকার একটি মেসে থাকতেন এবং ডেঙ্গু সরদার সড়কে মো. ওয়াহিদুজ্জামানের নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

নির্মাণাধীন ভবনের প্রধান মিস্ত্রি প্রত্যক্ষদর্শী খোকন মিয়া জানান, ভবনের পাঁচতলার ফ্লোরে তাঁরা দুজন কাজ করছিলেন। নাঈম তাঁর সহযোগী হিসেবে কাজ করতেন। দুপুরের দিকে পাঁচতলায় রেলিং দেওয়ার জন্য নাঈম সিমেন্ট-বালু মিক্স করছিলেন। প্রধান মিস্ত্রি বলেন, ‘হঠাৎ করেই নিচ থেকে বিকট শব্দ আসে। পেছনে তাকিয়ে দেখি নাঈম পাঁচতলা থেকে নিচে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। তাৎক্ষণিকভাবে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।’ তবে কীভাবে তিনি পাঁচতলা থেকে নিচে পড়েছেন, সে বিষয়ে অবগত নন বলে দাবি করেন রাজমিস্ত্রি খোকন মিয়া।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ তবে এ বিষয়ে ভবনমালিকের বক্তব্য জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরি অধ্যাদেশ: বরখাস্তের দণ্ড বদলে বাধ্যতামূলক অবসর

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত