Ajker Patrika

পাটকেলঘাটায় বৃষ্টিতে তলিয়েছে আমন বীজতলা, সবজির খেত

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
বৃষ্টিতে তলিয়ে গেছে পাটকেলঘাটার নিচু এলাকা। ছবি: আজকের পত্রিকা
বৃষ্টিতে তলিয়ে গেছে পাটকেলঘাটার নিচু এলাকা। ছবি: আজকের পত্রিকা

টানা বৃষ্টিতে সাতক্ষীরার পাটকেলঘাটার নিচু এলাকার আমন বীজতলা তলিয়ে গেছে। এতে আমনচাষিরা এই মৌসুমে ক্ষতির আশঙ্কা করছেন। বৃষ্টিতে বেশির ভাগ এলাকা জলমগ্ন হয়ে অনেক সবজির খেত ডুবে গেছে। ফলে সবজিচাষিরাও পড়েছেন বিপাকে।

গত বুধবার থেকে বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবারও সূর্যের মুখ দেখা যায়নি; দিনভর বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে পাটকেলঘাটার তৈলকুপি, শাকদহ, চোমরখালী, মিঠাবাড়ী, নগরঘাটা, সরুলিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পাটকেলঘাটার আমতলাডাঙ্গা গ্রামের আমনচাষি আমিনুর মোড়ল বলেন, ‘আমার আমন বীজতলা পানির নিচে। পানি দ্রুত না নামলে নতুন করে বীজতলা তৈরি করতে হবে।’ ধানচাষি হাবিবুর রহমানও তাঁর বীজতলা তলিয়ে যাওয়ার কথা জানান।

এ বিষয়ে উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা কল্যাণ পাল বলেন, শাকসবজির বেশি ক্ষতি হয়েছে। দ্রুত পানি নেমে গেলে বীজতলার তেমন ক্ষতি হবে না। তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে উপজেলার সবজিচাষিরা বিপাকে পড়েছেন। চাষিরা এখনো পুরোপুরি আমন বীজতলার কাজ শুরু করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত