রাজশাহী বিশ্ববিদ্যালয়
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের সামনে শিক্ষার্থীদের নিরাপত্তার কারণ দেখিয়ে দুটি কাঁঠালগাছ কাটার উদ্যোগ নিয়েছে হল প্রশাসন। গতকাল শুক্রবার সকালে গাছ দুটি কাটার কাজ শুরু হলে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তা আপাতত স্থগিত করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, হলের সামনের দুটি কাঁঠালগাছের মধ্যে একটির অর্ধেক অংশ কেটে ফেলা হয়েছে। বাকি অংশ কাটার প্রক্রিয়া শুরু হলে শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দেন। ফলে গাছটি অর্ধকাটা অবস্থায় থাকে। এ ছাড়া অন্য গাছটিরও কিছু ডালপালা কাটা অবস্থায় দেখা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী রাবি গ্রিন ভয়েসের সাবেক সম্পাদক ও ফোকলোর বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহসান হাবীব বলেন, ‘আমি পাশের আমীর আলী হলে থাকি। সকালে বিকট শব্দে আমার ঘুম ভাঙে। বাইরে বেরিয়ে দেখি কাঁঠাল ধরা গাছগুলো কেটে ফেলা হচ্ছে, যেখানে অনেক পাখির বাসাও ছিল।’
আহসান হাবীব আরও বলেন, ‘গাছ কাটার কারণ জানতে চাইলে কর্মরত ব্যক্তিরা জানান, গাছগুলো বিদ্যুতের তারের ওপর হেলে পড়েছে এবং যেকোনো সময় ছিঁড়ে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাঁরা প্রাধ্যক্ষের স্বাক্ষর করা একটি অনুমতিপত্রও দেখান। কিন্তু আমরা দেখতে পাই, বিদ্যুতের তার গাছগুলো থেকে যথেষ্ট দূরে অবস্থিত।’
এ বিষয়ে জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আতাউল্লাহ বলেন, ‘সম্প্রতি ঝড়ে হলের একটি কাঁঠালগাছের ডাল বিদ্যুতের তারের ওপর ভেঙে পড়েছিল, যা ছাত্রদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। পরে বিদ্যুৎ অফিসের পরামর্শ এবং বর্ষা মৌসুমে দুর্ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গাছগুলো কাটার জন্য আবেদন করি। অনুমতি নিয়েই কাটার কাজ শুরু হয়।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের সামনে শিক্ষার্থীদের নিরাপত্তার কারণ দেখিয়ে দুটি কাঁঠালগাছ কাটার উদ্যোগ নিয়েছে হল প্রশাসন। গতকাল শুক্রবার সকালে গাছ দুটি কাটার কাজ শুরু হলে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে তা আপাতত স্থগিত করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, হলের সামনের দুটি কাঁঠালগাছের মধ্যে একটির অর্ধেক অংশ কেটে ফেলা হয়েছে। বাকি অংশ কাটার প্রক্রিয়া শুরু হলে শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দেন। ফলে গাছটি অর্ধকাটা অবস্থায় থাকে। এ ছাড়া অন্য গাছটিরও কিছু ডালপালা কাটা অবস্থায় দেখা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী রাবি গ্রিন ভয়েসের সাবেক সম্পাদক ও ফোকলোর বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহসান হাবীব বলেন, ‘আমি পাশের আমীর আলী হলে থাকি। সকালে বিকট শব্দে আমার ঘুম ভাঙে। বাইরে বেরিয়ে দেখি কাঁঠাল ধরা গাছগুলো কেটে ফেলা হচ্ছে, যেখানে অনেক পাখির বাসাও ছিল।’
আহসান হাবীব আরও বলেন, ‘গাছ কাটার কারণ জানতে চাইলে কর্মরত ব্যক্তিরা জানান, গাছগুলো বিদ্যুতের তারের ওপর হেলে পড়েছে এবং যেকোনো সময় ছিঁড়ে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাঁরা প্রাধ্যক্ষের স্বাক্ষর করা একটি অনুমতিপত্রও দেখান। কিন্তু আমরা দেখতে পাই, বিদ্যুতের তার গাছগুলো থেকে যথেষ্ট দূরে অবস্থিত।’
এ বিষয়ে জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আতাউল্লাহ বলেন, ‘সম্প্রতি ঝড়ে হলের একটি কাঁঠালগাছের ডাল বিদ্যুতের তারের ওপর ভেঙে পড়েছিল, যা ছাত্রদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। পরে বিদ্যুৎ অফিসের পরামর্শ এবং বর্ষা মৌসুমে দুর্ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গাছগুলো কাটার জন্য আবেদন করি। অনুমতি নিয়েই কাটার কাজ শুরু হয়।’
তিনি বলেন, “দেশে ইদানীং কিছু রাজনৈতিক দলের দখল ও লুটপাট জনগণ প্রত্যক্ষ করছে। সংশ্লিষ্ট দলগুলোকে বলব—নিজেদের সামলান, না হলে জনগণই আপনাদের সামলে দেবে।”
২২ মিনিট আগেযশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে থাকা একটি বন্ধ গণপাঠাগারে বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। পাঠাগারে নামমাত্র একটি চেয়ার এবং দুটি স্টিলের বুকশেলফ কিনে ২০-২৫ হাজার টাকা খরচ করে প্রকল্পের বাকি টাকা পিআইও দপ্তর ও পরিষদের সচিব মিজানুর রহমান ভাগ-বাঁটোয়ারা করেছেন।
৩৭ মিনিট আগেসড়কটির স্থায়িত্ব ও সৌন্দর্য রক্ষায় ২০১৯ সালে সড়ক ও জনপথ বিভাগ ২৮৬ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করে। এর আওতায় ৬৬৩ মিটার দৈর্ঘ্যের বাঁধের এক পাশে রিটেইনিং ওয়াল নির্মাণ এবং মাটি ভরাট করে সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়। একইসঙ্গে ৯০ লাখ টাকা ব্যয়ে গড়ে তোলা হয় রোডস লেক ভিউ গার্ডেন।
২ ঘণ্টা আগেমোটরসাইকেলচালক ও কলেজছাত্র নাঈম হাসান বলেন, ‘বন্ধুদের সঙ্গে যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়ল মাঝখানে এত সুন্দর গোলাপি ফুল। থেমে গিয়ে ছবি তুললাম। ফেসবুকে পোস্ট দিতেই সবাই জিজ্ঞেস করছে, এটা কোথায়? তখন গর্ব করে বললাম, এটা আমাদের মুন্সিগঞ্জেই। মনে হলো, প্রকৃতিও যেন আমাদের একটু থামিয়ে তার রূপ দেখাতে চাইছে।’
২ ঘণ্টা আগে