নকশা না মেনে একের পর এক উঠছে ভবন
ভবনটির নকশায় ১০ তলার অনুমোদন ছিল। কিন্তু গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সুউচ্চ ভবনটি নকশাবহির্ভূতভাবে ১১ তলা করা হয়েছে। বরিশাল মহানগরের শীতলাখোলার ভবনটিই শুধু নয়, অভিযোগ রয়েছে, মহানগরের প্রায় এক ডজন ভবন এভাবে নকশাবহির্ভূতভাবে বর্ধিত করা হয়েছে।