Ajker Patrika

বরিশালে ফার্মেসি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
সমিতি দখলে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করেন ব্যবসায়ীরা। ছবি: আজকের পত্রিকা
সমিতি দখলে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করেন ব্যবসায়ীরা। ছবি: আজকের পত্রিকা

বরিশালে ফার্মেসি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএ) বরিশাল কার্যালয় ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তারের আশ্বাস দিলে তাঁরা ধর্মঘট তুলে নেন।

আজ রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় নগরের টাউন হলের সামনে বিক্ষোভ করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিলেন তাঁরা। এর আগে বিকেল থেকেই নগরে ৬ সহস্রাধিক ফার্মেসি বন্ধ করে দেওয়া হয়।

নগরের ফার্মেসি মালিক রেজাউল ইসলাম খান রাজু বলেন, তাঁদের পুলিশ কমিশনার কার্যালয়ে রাতে ডাকা হয়। সেখানে পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা, বিপিএম (বার) তাঁদের আশ্বাস দেন রাতের মধ্যে ইকবালকে গ্রেপ্তার করবে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

রেজাউল ইসলাম খান রাজু আরও বলেন, এমন আশ্বাসে জনগণের কথা বিবেচনা করে তাঁরা রাত সাড়ে ৮টার দিকে ধর্মঘট প্রত্যাহার করেছেন। তাঁদের দাবি পূরণ না হলে ফের কর্মসূচি দেবেন।

আজ সন্ধ্যায় শেবাচিম হাসপাতালের সামনে গিয়ে দেখা যায়, সেখানকার দেড় শতাধিক ফার্মেসি বন্ধ। কথা হয় নলছিটি থেকে আসা এক রোগীর স্বজন মেহেদী হাসানের সঙ্গে। তিনি বলেন, স্যালাইন নিতে এসেছিলেন। কিন্তু ফার্মেসি বন্ধ।

উজ্জল মিস্ত্রী নামক অপর একজন বলেন, ওষুধ কিনতে এসে পাননি।

উল্লেখ্য, আজ রোববার ভোরে নগরের কালিবাড়ী রোডের মুখে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির জেলা কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। ব্যবসায়ীদের অভিযোগ, প্রিন্টিং মালিক ইকবাল আজম খানের নির্দেশে এ হামলা চালানো হয়। তাঁকে গ্রেপ্তারের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন ওষুধ ব্যবসায়ীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত