নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে ফার্মেসি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএ) বরিশাল কার্যালয় ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তারের আশ্বাস দিলে তাঁরা ধর্মঘট তুলে নেন।
আজ রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় নগরের টাউন হলের সামনে বিক্ষোভ করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিলেন তাঁরা। এর আগে বিকেল থেকেই নগরে ৬ সহস্রাধিক ফার্মেসি বন্ধ করে দেওয়া হয়।
নগরের ফার্মেসি মালিক রেজাউল ইসলাম খান রাজু বলেন, তাঁদের পুলিশ কমিশনার কার্যালয়ে রাতে ডাকা হয়। সেখানে পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা, বিপিএম (বার) তাঁদের আশ্বাস দেন রাতের মধ্যে ইকবালকে গ্রেপ্তার করবে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
রেজাউল ইসলাম খান রাজু আরও বলেন, এমন আশ্বাসে জনগণের কথা বিবেচনা করে তাঁরা রাত সাড়ে ৮টার দিকে ধর্মঘট প্রত্যাহার করেছেন। তাঁদের দাবি পূরণ না হলে ফের কর্মসূচি দেবেন।
আজ সন্ধ্যায় শেবাচিম হাসপাতালের সামনে গিয়ে দেখা যায়, সেখানকার দেড় শতাধিক ফার্মেসি বন্ধ। কথা হয় নলছিটি থেকে আসা এক রোগীর স্বজন মেহেদী হাসানের সঙ্গে। তিনি বলেন, স্যালাইন নিতে এসেছিলেন। কিন্তু ফার্মেসি বন্ধ।
উজ্জল মিস্ত্রী নামক অপর একজন বলেন, ওষুধ কিনতে এসে পাননি।
উল্লেখ্য, আজ রোববার ভোরে নগরের কালিবাড়ী রোডের মুখে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির জেলা কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। ব্যবসায়ীদের অভিযোগ, প্রিন্টিং মালিক ইকবাল আজম খানের নির্দেশে এ হামলা চালানো হয়। তাঁকে গ্রেপ্তারের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন ওষুধ ব্যবসায়ীরা।
বরিশালে ফার্মেসি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএ) বরিশাল কার্যালয় ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তারের আশ্বাস দিলে তাঁরা ধর্মঘট তুলে নেন।
আজ রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় নগরের টাউন হলের সামনে বিক্ষোভ করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিলেন তাঁরা। এর আগে বিকেল থেকেই নগরে ৬ সহস্রাধিক ফার্মেসি বন্ধ করে দেওয়া হয়।
নগরের ফার্মেসি মালিক রেজাউল ইসলাম খান রাজু বলেন, তাঁদের পুলিশ কমিশনার কার্যালয়ে রাতে ডাকা হয়। সেখানে পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা, বিপিএম (বার) তাঁদের আশ্বাস দেন রাতের মধ্যে ইকবালকে গ্রেপ্তার করবে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
রেজাউল ইসলাম খান রাজু আরও বলেন, এমন আশ্বাসে জনগণের কথা বিবেচনা করে তাঁরা রাত সাড়ে ৮টার দিকে ধর্মঘট প্রত্যাহার করেছেন। তাঁদের দাবি পূরণ না হলে ফের কর্মসূচি দেবেন।
আজ সন্ধ্যায় শেবাচিম হাসপাতালের সামনে গিয়ে দেখা যায়, সেখানকার দেড় শতাধিক ফার্মেসি বন্ধ। কথা হয় নলছিটি থেকে আসা এক রোগীর স্বজন মেহেদী হাসানের সঙ্গে। তিনি বলেন, স্যালাইন নিতে এসেছিলেন। কিন্তু ফার্মেসি বন্ধ।
উজ্জল মিস্ত্রী নামক অপর একজন বলেন, ওষুধ কিনতে এসে পাননি।
উল্লেখ্য, আজ রোববার ভোরে নগরের কালিবাড়ী রোডের মুখে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির জেলা কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। ব্যবসায়ীদের অভিযোগ, প্রিন্টিং মালিক ইকবাল আজম খানের নির্দেশে এ হামলা চালানো হয়। তাঁকে গ্রেপ্তারের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন ওষুধ ব্যবসায়ীরা।
বগুড়ায় যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আমিনুল ইসলামকে আদালতে হাজির করার সময় ডিম ছুড়ে মেরেছে বিক্ষুব্ধ জনতা। পরে একটি হত্যা মামলায় তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ রোববার বিকেল ৪টার দিকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগেবিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন ট্রাইব্যুনাল।
১৭ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) র্যাগিংয়ের দায়ে দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে আয়োজিত এক মানববন্ধনে খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকেরা দুর্ব্যবহারের মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে আজ রোববার ভুক্তভোগী সাংবাদিকেরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
১ ঘণ্টা আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল ...
১ ঘণ্টা আগে