মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে খালে বাঁধ দিয়ে মাছের খামার তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার কাজীরচর ইউনিয়নের চরবাহাদুরপুর গ্রামের একটি খাল দখল করে এই খামার তৈরি করা হয়।
এতে ওই এলাকার ফসলি জমিতে জলাবদ্ধতার আশঙ্কা করেছেন স্থানীয় কৃষকেরা। তাঁরা দ্রুত বাঁধ অপসারণ করে খালে পানি চলাচল স্বাভাবিক করতে আজ রোববার (১২ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন।
অভিযোগে কৃষকেরা উল্লেখ করেন, চরবাহাদুরপুর মৌজায় বিএস ১ নম্বর খতিয়ানে বিএস ৮০৭ নম্বর দাগটি সরকারি খাল হিসেবে নিবন্ধনভুক্ত রয়েছে। খালটি স্থানীয় কৃষক ও জনসাধারণের পানির চাহিদা পূরণ করে। এ ছাড়া এই খাল দিয়ে চরবাহাদুরপুর মৌজায় কয়েক শ একর জমির পানি নিষ্কাশন হয়।
দুই-তিন দিন ধরে চরবাহাদুরপুর গ্রামের মৃত মোনাই ব্যাপারীর ছেলে মো. আলতাফ ব্যাপারী, মৃত হাসেম সিকদারের ছেলে সেলিম সিকদার, লোকমান সিকদারের ছেলে নাসির সিকদার, আবুল হোসেন শরীফের ছেলে দোলন শরীফ এবং একই ইউনিয়নের কৃষ্ণরুদ্র গ্রামের মৃত রওজব আলী সিকদারের ছেলে হারুন সিকদারসহ ১০-১৫ জন ওই খালে বাঁধ দিয়ে মাছের খামার করেছেন। অভিযুক্তরা সবাই স্থানীয় বিএনপির কর্মী বলেও উল্লেখ করা হয়েছে।
দক্ষিণ কাজীরচর গ্রামের কৃষক মো. আব্দুস সালাম জানান, বিএনপির কর্মীরা খননযন্ত্র (ভেকু) দিয়ে অবৈধভাবে বাঁধ দিয়ে খাল দখল করে খামার তৈরি করেছেন। এতে সরকারি জমি ও খাল অবৈধ দখলে চলে যাওয়ার পাশাপাশি জনসাধারণের ভোগান্তির সৃষ্টি হয়েছে। আগামী বর্ষা মৌসুমে চরবাহাদুরপুর মৌজার কয়েক শ একর ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হবে এবং ফসল উৎপাদন ব্যাহত হবে। তাই খালের বাঁধ অপসারণ এবং সরকারি জমি উদ্ধারসহ খালের পানি চলাচল স্বাভাবিক করতে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।
অভিযুক্তদের তালিকায় থাকা দোলন শরীফের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘খালটিতে তেমন পানি চলাচল নেই এবং নৌযান চলাচল না করায় বাঁধ দিয়ে খামার তৈরি হয়েছে। কয়েকজন বেকারের কর্মসংস্থানের লক্ষ্যে সেখানে মাছের চাষ করা হবে। এভাবে অনেকেই নিজেদের জমিসংলগ্ন খাল দখল করে ব্যবহার করছেন।’
কাজিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইউসুফ প্যাদা আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির কোনো কর্মী খাল দখল করে খামার তৈরির বিষয়টি জানা নাই। এছাড়া বর্তমানে ইউনিয়ন বিএনপির কমিটি নেই। কোনো কর্মী-সমর্থক খালে বাঁধ দিয়ে থাকলে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা নেই।’
ইউএনও মো. নিজাম উদ্দিন বলেন, খাল দখল করে মাছের খামার নির্মাণের বিষয়ে কৃষকেরা অভিযোগ করেছেন। সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহাকে বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হবে।
বরিশালের মুলাদীতে খালে বাঁধ দিয়ে মাছের খামার তৈরির অভিযোগ উঠেছে স্থানীয় কিছু ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার কাজীরচর ইউনিয়নের চরবাহাদুরপুর গ্রামের একটি খাল দখল করে এই খামার তৈরি করা হয়।
এতে ওই এলাকার ফসলি জমিতে জলাবদ্ধতার আশঙ্কা করেছেন স্থানীয় কৃষকেরা। তাঁরা দ্রুত বাঁধ অপসারণ করে খালে পানি চলাচল স্বাভাবিক করতে আজ রোববার (১২ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন।
অভিযোগে কৃষকেরা উল্লেখ করেন, চরবাহাদুরপুর মৌজায় বিএস ১ নম্বর খতিয়ানে বিএস ৮০৭ নম্বর দাগটি সরকারি খাল হিসেবে নিবন্ধনভুক্ত রয়েছে। খালটি স্থানীয় কৃষক ও জনসাধারণের পানির চাহিদা পূরণ করে। এ ছাড়া এই খাল দিয়ে চরবাহাদুরপুর মৌজায় কয়েক শ একর জমির পানি নিষ্কাশন হয়।
দুই-তিন দিন ধরে চরবাহাদুরপুর গ্রামের মৃত মোনাই ব্যাপারীর ছেলে মো. আলতাফ ব্যাপারী, মৃত হাসেম সিকদারের ছেলে সেলিম সিকদার, লোকমান সিকদারের ছেলে নাসির সিকদার, আবুল হোসেন শরীফের ছেলে দোলন শরীফ এবং একই ইউনিয়নের কৃষ্ণরুদ্র গ্রামের মৃত রওজব আলী সিকদারের ছেলে হারুন সিকদারসহ ১০-১৫ জন ওই খালে বাঁধ দিয়ে মাছের খামার করেছেন। অভিযুক্তরা সবাই স্থানীয় বিএনপির কর্মী বলেও উল্লেখ করা হয়েছে।
দক্ষিণ কাজীরচর গ্রামের কৃষক মো. আব্দুস সালাম জানান, বিএনপির কর্মীরা খননযন্ত্র (ভেকু) দিয়ে অবৈধভাবে বাঁধ দিয়ে খাল দখল করে খামার তৈরি করেছেন। এতে সরকারি জমি ও খাল অবৈধ দখলে চলে যাওয়ার পাশাপাশি জনসাধারণের ভোগান্তির সৃষ্টি হয়েছে। আগামী বর্ষা মৌসুমে চরবাহাদুরপুর মৌজার কয়েক শ একর ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হবে এবং ফসল উৎপাদন ব্যাহত হবে। তাই খালের বাঁধ অপসারণ এবং সরকারি জমি উদ্ধারসহ খালের পানি চলাচল স্বাভাবিক করতে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে।
অভিযুক্তদের তালিকায় থাকা দোলন শরীফের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘খালটিতে তেমন পানি চলাচল নেই এবং নৌযান চলাচল না করায় বাঁধ দিয়ে খামার তৈরি হয়েছে। কয়েকজন বেকারের কর্মসংস্থানের লক্ষ্যে সেখানে মাছের চাষ করা হবে। এভাবে অনেকেই নিজেদের জমিসংলগ্ন খাল দখল করে ব্যবহার করছেন।’
কাজিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইউসুফ প্যাদা আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির কোনো কর্মী খাল দখল করে খামার তৈরির বিষয়টি জানা নাই। এছাড়া বর্তমানে ইউনিয়ন বিএনপির কমিটি নেই। কোনো কর্মী-সমর্থক খালে বাঁধ দিয়ে থাকলে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা নেই।’
ইউএনও মো. নিজাম উদ্দিন বলেন, খাল দখল করে মাছের খামার নির্মাণের বিষয়ে কৃষকেরা অভিযোগ করেছেন। সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহাকে বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হবে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম যেন বিভীষিকাময় হয়ে উঠেছে। ফেসবুকে ঢুকলেই ওই দুর্ঘটনার মন খারাপ করা ছবি ও ভিডিও এড়িয়ে যাওয়ার উপায় নেই। স্ক্রল করতে করতে হঠাৎ চোখ আটকে যায় ‘এসএসসি ০৫-এইচএসসি ০৭’ গ্রুপের একটি পোস্টে।
৪ ঘণ্টা আগেজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের করিডরে আগের দিনের মতো চিৎকার-চেঁচামেচি ছিল না গতকাল মঙ্গলবার। ছিল না রক্তের জন্য ছোটাছুটি। হাসপাতালজুড়ে কেমন যেন একটা উৎকণ্ঠা। এই উৎকণ্ঠা দগ্ধ শিশুগুলোর স্বজনদের চোখেমুখে। সবার প্রার্থনা, আর যেন কোনো দুঃসংবাদ কানে না আসে, সব শিশু যেন সুস্থ হয়ে ওঠে।
৪ ঘণ্টা আগেশিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধের অসাধারণ উদাহরণ তৈরি করে গেলেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরী। যুদ্ধবিমানটি যখন তাঁর প্রতিষ্ঠানে বিধ্বস্ত হয়, তখনো তিনি অক্ষত ও সুস্থ ছিলেন। কিন্তু বিপদের মুখেই তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন নিজের সন্তানের মতো ছাত্রছাত্রীদের বাঁচাতে।
৪ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের কোলাহল নেই। বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধবিমানের বিকট শব্দে থেমে গেছে সেই কোলাহল। থামেনি সন্তান বা স্বজনহারাদের বুকফাটা কান্না, মাতম। হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে আহত ও দগ্ধরা।
৪ ঘণ্টা আগে