পানির চাপে ভেঙে গেছে নোয়াখালীর মুছাপুর স্লুইসগেট, বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা
পানির প্রচণ্ড চাপে পুরোপুরি ভেঙে গেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর স্লুইসগেট। এতে ঝুঁকিতে পড়েছে মুছাপুর, চর পার্বতী, চর এলাহী, চর হাজারী, সিরাজপুর ইউনিয়নসহ পুরো উপজেলা। তেমনি পার্শ্ববর্তী উপজেলা কবিরহাট, ফেনী, দাগনভূঞা ও চট্টগ্রামের মিরসরাইসহ কয়েকটি এলাকায় পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবন