মৌলভীবাজারে মনু ও ধলাই নদের পানি কমতে শুরু করেছে। একই সঙ্গে ধীর গতিতে বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। তবে জেলার বিভিন্ন উপজেলায় এখনো পানিবন্দী আছে প্রায় তিন লাখ মানুষ। আশ্রয়কেন্দ্রে উঠেছে ৭ হাজার ১৪৫ জন মানুষ।
জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় মনু নদের পানি রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর চাঁদনীঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ১০৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই নদের পানি রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ১৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলায় গিয়ে জানা গেছে, টানা বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের পানির ঢলে জেলার সত উপজেলার বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। অনেক মানুষ পানিবন্দী আছেন। অনেকে আশ্রয়কেন্দ্রে উঠেছে। বন্যার পানিতে জেলা শহরের সঙ্গে বিভিন্ন উপজেলার সড়ক তলিয়ে গেছে। ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা। হঠাৎ বন্যায় সবকিছু হারিয়ে অনেকে অসহায় হয়ে পড়েছে। কেউ কেউ আশ্রয় নিচ্ছে প্রতিবেশী ও আত্মীয়স্বজনের বাড়িতে। তবে নদীর পানি কমায় প্লাবিত অনেক এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সূত্রে জানা গেছে, ৪৭ আশ্রয়কেন্দ্রে খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৭ হাজার ১৪৫ জন মানুষ উঠেছে। বন্যার্তদের জন্য বরাদ্দ করা অর্থ ও চাল বিতরণ কার্যক্রম চলছে। জেলায় দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী আছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। সরকারিভাবে বন্যার্তদের জন্য ত্রাণ ও নগদ অর্থ আরও বরাদ্দ দেওয়া হবে।
বন্যাদুর্গত এলাকায় প্রশাসনের পাশাপাশি উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী, বিজিবি, সামাজিক ও রাজনৈতিক সংঘটন এবং স্বেচ্ছাসেবকেরা। বন্যাদুর্গত এলাকায় চিড়া, পানি, স্যালাইন ও শুকনো খাবার বিতরণ করা হলেও অনেক এলাকার বাসিন্দারা জানায়, তাদের কাছে কেউ এখনো সহায়তা নিয়ে আসেনি।
কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন বাসিন্দা অজয় দেব ও শামসুল মিয়া বলেন, ‘গত বুধবার রাতে মনু নদের পানি আমাদের বাড়িঘর ঢুকে যায়। পরিবারে নারী ও শিশু আশ্রয়কেন্দ্রে উঠেছে। আমরা পুরুষেরা বাড়িতে রয়েছি। আমাদের গবাদিপশু নিয়ে চরম বিপাকে আছি। তবে শুক্রবার সকাল থেকে পানি ধীর গতিতে কমতে শুরু করেছে।’
জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, মনু ও ধলাই নদের পানি কমতে শুরু করেছে। মনু ও ধলাই নদে রেলওয়ে ব্রিজ পয়েন্টের পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধীর গতিতে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। যত সময় যাবে বন্যা পরিস্থিতি আরও উন্নতি হবে।
এ বিষয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মী বিনতে সালাম বলেন, বন্যার্তদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংঘটন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ করা হচ্ছে। জেলার নদীগুলোর পানি কমায় ধীর গতিতে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে।
মৌলভীবাজারে মনু ও ধলাই নদের পানি কমতে শুরু করেছে। একই সঙ্গে ধীর গতিতে বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। তবে জেলার বিভিন্ন উপজেলায় এখনো পানিবন্দী আছে প্রায় তিন লাখ মানুষ। আশ্রয়কেন্দ্রে উঠেছে ৭ হাজার ১৪৫ জন মানুষ।
জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় মনু নদের পানি রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর চাঁদনীঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ১০৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই নদের পানি রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ১৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলায় গিয়ে জানা গেছে, টানা বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের পানির ঢলে জেলার সত উপজেলার বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। অনেক মানুষ পানিবন্দী আছেন। অনেকে আশ্রয়কেন্দ্রে উঠেছে। বন্যার পানিতে জেলা শহরের সঙ্গে বিভিন্ন উপজেলার সড়ক তলিয়ে গেছে। ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা। হঠাৎ বন্যায় সবকিছু হারিয়ে অনেকে অসহায় হয়ে পড়েছে। কেউ কেউ আশ্রয় নিচ্ছে প্রতিবেশী ও আত্মীয়স্বজনের বাড়িতে। তবে নদীর পানি কমায় প্লাবিত অনেক এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সূত্রে জানা গেছে, ৪৭ আশ্রয়কেন্দ্রে খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৭ হাজার ১৪৫ জন মানুষ উঠেছে। বন্যার্তদের জন্য বরাদ্দ করা অর্থ ও চাল বিতরণ কার্যক্রম চলছে। জেলায় দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী আছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। সরকারিভাবে বন্যার্তদের জন্য ত্রাণ ও নগদ অর্থ আরও বরাদ্দ দেওয়া হবে।
বন্যাদুর্গত এলাকায় প্রশাসনের পাশাপাশি উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী, বিজিবি, সামাজিক ও রাজনৈতিক সংঘটন এবং স্বেচ্ছাসেবকেরা। বন্যাদুর্গত এলাকায় চিড়া, পানি, স্যালাইন ও শুকনো খাবার বিতরণ করা হলেও অনেক এলাকার বাসিন্দারা জানায়, তাদের কাছে কেউ এখনো সহায়তা নিয়ে আসেনি।
কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন বাসিন্দা অজয় দেব ও শামসুল মিয়া বলেন, ‘গত বুধবার রাতে মনু নদের পানি আমাদের বাড়িঘর ঢুকে যায়। পরিবারে নারী ও শিশু আশ্রয়কেন্দ্রে উঠেছে। আমরা পুরুষেরা বাড়িতে রয়েছি। আমাদের গবাদিপশু নিয়ে চরম বিপাকে আছি। তবে শুক্রবার সকাল থেকে পানি ধীর গতিতে কমতে শুরু করেছে।’
জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, মনু ও ধলাই নদের পানি কমতে শুরু করেছে। মনু ও ধলাই নদে রেলওয়ে ব্রিজ পয়েন্টের পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধীর গতিতে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। যত সময় যাবে বন্যা পরিস্থিতি আরও উন্নতি হবে।
এ বিষয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মী বিনতে সালাম বলেন, বন্যার্তদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংঘটন ও ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ করা হচ্ছে। জেলার নদীগুলোর পানি কমায় ধীর গতিতে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে।
কুমিল্লার নাঙ্গলকোটে এক গৃহবধূকে ধর্ষণের পাশাপাশি চুল কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সেই সঙ্গে ঘরে থাকা টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়েছে তারা। যাওয়ার সময় ঘরের জামাকাপড় জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয় ওই দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
৭ মিনিট আগেকাভার্ড ভ্যান চুরি করে সেটিকে টুকরো টুকরো করে বিক্রি করেছে চোর চক্র। ওই চক্রের তিন সদস্যকে শুক্রবার রাতে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা-পুলিশ। উদ্ধার করা হয়েছে কাভার্ড ভ্যানের অংশবিশেষ।
২২ মিনিট আগেআওয়ামী লীগ সরকারের আমলে যোগ্যতা উপেক্ষা করে দলীয় আনুগত্যের ভিত্তিতে পদোন্নতি, পদায়ন ও চাকরিচ্যুতির মাধ্যমে একটি ‘দলদাস আমলাতন্ত্র’ গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা
২৪ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে নিজ বাসায় দুই শিশুকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পরদিন শনিবার বিকেলে ওই শিশুদের বাবা আব্দুল বাতেন বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন। অজ্ঞাত ব্যক্তি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
৩৪ মিনিট আগে