নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৫৩
প্রত্যক্ষদর্শী ও নাইজেরিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার ও শুক্রবার একদল বন্দুকধারী সন্ত্রাসী মোটরসাইকেলে করে জামফারা প্রদেশের জুরমি জেলার কাদাওয়া, কাওয়াতা, মাদুবা, গান্দাসামু, সাউলাওয়া ও আশকাওয়া গ্রামে হামলা করে।