যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে একটি স্কুলে বন্দুক হামলায় একজন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবারের ওই ঘটনায় এক পুলিশ সদস্যও আহত হয়েছেন। হামলার পর এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
নক্সভিলে শহরের পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, অস্টিন-ইস্ট ম্যাগনেট হাই স্কুলে বন্দুক হামলায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এরপরেই স্থানীয় টেলিভিশনে এক বিবৃতিতে জানানো হয় যে, আহত একজনের মৃত্যু হয়েছে।
নক্সভিলে পুলিশ বিভাগ জানিয়েছে, এক ব্যক্তি সম্ভবত অস্ত্র নিয়ে স্কুলটিতে প্রবেশ করেছিল। হামলার খবর জানার পর পরই সেখানে পৌঁছান কর্মকর্তারা।
পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এক কর্মকর্তা গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ইউটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর নয় বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
নক্সভিলের মেয়র ইন্ডা কিনক্যানোন হাসপাতালে আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে গেছেন।
মেয়র ইন্ডা বলেন, তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। স্কুলের শিক্ষার্থী এবং কর্মীদের রক্ষা করার জন্য তিনি যেভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন সেজন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের কলোরাডো, জর্জিয়া ও ক্যালিফোর্নিয়ায়, টেক্সাসেও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে গত বৃহস্পতিবার বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিবছর এলোপাতাড়ি গুলিতে প্রায় ৪০ হাজার মানুষ নিহত হন।
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে একটি স্কুলে বন্দুক হামলায় একজন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবারের ওই ঘটনায় এক পুলিশ সদস্যও আহত হয়েছেন। হামলার পর এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
নক্সভিলে শহরের পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, অস্টিন-ইস্ট ম্যাগনেট হাই স্কুলে বন্দুক হামলায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এরপরেই স্থানীয় টেলিভিশনে এক বিবৃতিতে জানানো হয় যে, আহত একজনের মৃত্যু হয়েছে।
নক্সভিলে পুলিশ বিভাগ জানিয়েছে, এক ব্যক্তি সম্ভবত অস্ত্র নিয়ে স্কুলটিতে প্রবেশ করেছিল। হামলার খবর জানার পর পরই সেখানে পৌঁছান কর্মকর্তারা।
পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এক কর্মকর্তা গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ইউটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর নয় বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
নক্সভিলের মেয়র ইন্ডা কিনক্যানোন হাসপাতালে আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে গেছেন।
মেয়র ইন্ডা বলেন, তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। স্কুলের শিক্ষার্থী এবং কর্মীদের রক্ষা করার জন্য তিনি যেভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন সেজন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের কলোরাডো, জর্জিয়া ও ক্যালিফোর্নিয়ায়, টেক্সাসেও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে গত বৃহস্পতিবার বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিবছর এলোপাতাড়ি গুলিতে প্রায় ৪০ হাজার মানুষ নিহত হন।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১২ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৬ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৯ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
২০ ঘণ্টা আগে