Ajker Patrika

রাশিয়াতে স্কুলে বন্দুক হামলা, নিহত ৯

আপডেট : ১১ মে ২০২১, ১৫: ৪২
রাশিয়াতে স্কুলে বন্দুক হামলা, নিহত ৯

মস্কো, রাশিয়া: মধ্য রাশিয়ার কাজান শহরে একটি স্কুলে বন্দুক হামলায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এএফপির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত প্রদেশ তাতারস্তানের রাজধানী কাজানের স্কুলটিতে পাঠদান অবস্থায় দুজন ব্যক্তি ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়।

রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ বছর বয়সী এক হামলাকারীকে আটক করা হয়েছে। তবে আরেকজন হামলাকারী ওই স্কুল ভবনের মধ্যেই রয়েছে।

ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে আটজন শিক্ষার্থী এবং একজন শিক্ষক রয়েছেন। স্কুল ভবনটির ভেতরে থাকা হামলাকারীকে আটক করার চেষ্টা চলছে।

বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, স্কুলে গোলাগুলির ঘটনায় ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকটি শিশুশিক্ষার্থী রয়েছে।

তাসকে স্কুলটির একজন শিক্ষক বলেন, আমি ক্লাসে ছিলাম। প্রথমে বিস্ফোরণের শব্দ শুনি। তারপর মুহুর্মূহ গুলির শব্দ।

বার্তা সংস্থাগুলো বলছে, তাতারস্তানের প্রেসিডেন্ট রুস্তম মিন্নিখনভ ঘটনাস্থলে পৌঁছেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত