Ajker Patrika

টেক্সাসে ফের বন্দুক হামলা, নিহত ৩

টেক্সাসে ফের বন্দুক হামলা, নিহত ৩

ঢাকা: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরের এক বহুতল ভবনে বন্দুক হামলায় তিন জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এই হামলার ঘটনা ঘটে। 

অস্টিন পুলিশ জানিয়েছে, রোববার দুপুরে ভবনটি থেকে একের পর এক গুলির শব্দ ভেসে আসে। সেই শব্দ শুনে পুলিশে খবর দেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশবাহিনী। তাঁরা দেখতে পান, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তিনটি দেহ। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকরা জানান, ঘটনাস্থলেই মৃত্যু হয় আক্রান্তদের। এদিকে, এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ ।  হামলকারীর সন্ধানে অভিযান চলছে।

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া প্রাণঘাতী গোলাগুলির সর্বশেষ ঘটনা এটি।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ফেডেক্সের কার্যালয়ে বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই সংস্থাটির কর্মীদের উপর গুলিবর্ষণ করে ১৯ বছরের ব্রান্ডন স্কট হোল নামের এক তরুণ। ওই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন।

এর আগে সম্প্রতি সময়ে যুক্তরাষ্ট্রের কলোরাডো, জর্জিয়া ও ক্যালিফোর্নিয়ায়, টেক্সাসেও বন্দুক হামলার ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন । যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে প্রতিবছর প্রায় ৪০ হাজার মানুষ প্রাণ হারায়। এর অর্ধেকেরও বেশি অবশ্য আত্মহত্যার ঘটনা।

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ একটি সংবেদনশীল রাজনৈতিক বিতর্ক। এরপরও প্রেসিডেন্ট জো বাইডেন চলতি মাসে ছয়টি কার্যনির্বাহী পদক্ষেপের কথা ঘোষণা করেছেন, এগুলো বন্দুক সহিংসতা সংকট নিরসনে সহায়তা করবে বলে মনে করছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত