ঢাকা: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরের এক বহুতল ভবনে বন্দুক হামলায় তিন জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এই হামলার ঘটনা ঘটে।
অস্টিন পুলিশ জানিয়েছে, রোববার দুপুরে ভবনটি থেকে একের পর এক গুলির শব্দ ভেসে আসে। সেই শব্দ শুনে পুলিশে খবর দেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশবাহিনী। তাঁরা দেখতে পান, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তিনটি দেহ। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানান, ঘটনাস্থলেই মৃত্যু হয় আক্রান্তদের। এদিকে, এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ । হামলকারীর সন্ধানে অভিযান চলছে।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া প্রাণঘাতী গোলাগুলির সর্বশেষ ঘটনা এটি।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ফেডেক্সের কার্যালয়ে বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই সংস্থাটির কর্মীদের উপর গুলিবর্ষণ করে ১৯ বছরের ব্রান্ডন স্কট হোল নামের এক তরুণ। ওই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন।
এর আগে সম্প্রতি সময়ে যুক্তরাষ্ট্রের কলোরাডো, জর্জিয়া ও ক্যালিফোর্নিয়ায়, টেক্সাসেও বন্দুক হামলার ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন । যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে প্রতিবছর প্রায় ৪০ হাজার মানুষ প্রাণ হারায়। এর অর্ধেকেরও বেশি অবশ্য আত্মহত্যার ঘটনা।
যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ একটি সংবেদনশীল রাজনৈতিক বিতর্ক। এরপরও প্রেসিডেন্ট জো বাইডেন চলতি মাসে ছয়টি কার্যনির্বাহী পদক্ষেপের কথা ঘোষণা করেছেন, এগুলো বন্দুক সহিংসতা সংকট নিরসনে সহায়তা করবে বলে মনে করছেন তিনি।
ঢাকা: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরের এক বহুতল ভবনে বন্দুক হামলায় তিন জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এই হামলার ঘটনা ঘটে।
অস্টিন পুলিশ জানিয়েছে, রোববার দুপুরে ভবনটি থেকে একের পর এক গুলির শব্দ ভেসে আসে। সেই শব্দ শুনে পুলিশে খবর দেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশবাহিনী। তাঁরা দেখতে পান, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তিনটি দেহ। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানান, ঘটনাস্থলেই মৃত্যু হয় আক্রান্তদের। এদিকে, এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ । হামলকারীর সন্ধানে অভিযান চলছে।
যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া প্রাণঘাতী গোলাগুলির সর্বশেষ ঘটনা এটি।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ফেডেক্সের কার্যালয়ে বন্দুক হামলার ঘটনা ঘটে। ওই সংস্থাটির কর্মীদের উপর গুলিবর্ষণ করে ১৯ বছরের ব্রান্ডন স্কট হোল নামের এক তরুণ। ওই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন।
এর আগে সম্প্রতি সময়ে যুক্তরাষ্ট্রের কলোরাডো, জর্জিয়া ও ক্যালিফোর্নিয়ায়, টেক্সাসেও বন্দুক হামলার ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন । যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে প্রতিবছর প্রায় ৪০ হাজার মানুষ প্রাণ হারায়। এর অর্ধেকেরও বেশি অবশ্য আত্মহত্যার ঘটনা।
যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ একটি সংবেদনশীল রাজনৈতিক বিতর্ক। এরপরও প্রেসিডেন্ট জো বাইডেন চলতি মাসে ছয়টি কার্যনির্বাহী পদক্ষেপের কথা ঘোষণা করেছেন, এগুলো বন্দুক সহিংসতা সংকট নিরসনে সহায়তা করবে বলে মনে করছেন তিনি।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১২ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৬ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৯ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
২০ ঘণ্টা আগে