Ajker Patrika

হোয়াইট হাউসের নিকটবর্তী এক রেস্টুরেন্টের বাইরে গোলাগুলি

আপডেট : ২৩ জুলাই ২০২১, ১১: ২১
হোয়াইট হাউসের নিকটবর্তী এক রেস্টুরেন্টের বাইরে গোলাগুলি

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির এক রেস্টুরেন্টের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের খুবই কাছে। দূরত্ব মাত্র এক মাইল (১ দশমিক ৫ কিলোমিটার)। 

আজ শুক্রবার (২৩ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির অভিজাত লোগান সার্কেল এলাকার একটি মেক্সিকান রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। দুজন গুলিবিদ্ধ হয়েছেন। বন্দুকধারী ব্যক্তি গাড়িতে করে পালিয়ে যায়। এ সময় ২০ রাউন্ডেরও বেশি গুলিবর্ষণ করা হয়। গুলিবর্ষণের সময় রেস্টুরেন্টটিতে রাতের খাবারের জন্য অনেক মানুষ অবস্থান করছিলেন। গুলিবর্ষণের পর তাঁরা নিরাপদ স্থানে চলে যান। 

২৭ বছর বয়সী জেস ডেভিডসন নামের এক ব্যক্তি গুলিবর্ষণের সময় রেস্টুরেন্টে অবস্থান করছিলেন। বিবিসিকে তিনি বলেন, এটি খুবই ভয়াবহ। মনে হচ্ছিল আমি হয়তো মারাই যাবো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা প্রতিদিনই বাড়ছে। চলতি বছর এ পর্যন্ত ওয়াশিংটনে ৪৭১টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত