‘বার্সায় মেসির ফেরা হবে বিশেষ কিছু’
বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসির ক্যাবিনেটে কত যে শিরোপা আছে, তা হয়তো গুনেও শেষ করা যাবে না। বার্সা ছেড়ে সেই মেসি এখন খেলছেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। রোনাল্ড আরাউহোর মতে, পিএসজি ছেড়ে বার্সায় মেসির ফিরতে পারা হবে সত্যিই বিশেষ কিছু।