লিগ ওয়ান যেন এ বছর প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে হতাশার এক নাম। এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে জিততেই পারছে না পিএসজি। গতকাল লুইজ টু স্টেডিয়ামে মোনাকোর কাছে ৩-১ গোলে হেরেছে প্যারিসিয়ানরা। বড় ব্যবধানে হেরে নিজেদের দুর্বল দল মনে করছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।
লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে—এ দুই তারকা ফুটবলার চোটে পড়ায় গতকাল মোনাকোর বিপক্ষে খেলতে পারেননি। আশরাফ হাকিমি ও সার্জিও রামোস—এই দুই ডিফেন্ডারও ছিলেন না পিএসজির মূল একাদশে। আর ম্যাচে হওয়া ৪টা গোলই হয়েছে প্রথমার্ধে। চার মিনিটে গোল করেন মোনাকোর মিডফিল্ডার আলেকজান্ডার গোলোভিন। এরপর ১৮ মিনিটে গোল করেন মোনাকোর ফরোয়ার্ড উইসাম বেন ইয়েদের। ৩৯ মিনিটে ব্যবধান কমায় পিএসজি। গোল করেন প্যারিসিয়ানদের মিডফিল্ডার ওয়ারেন জায়ের এমেরি। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মোনাকোর তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন বেন ইয়েদের।
দুই তারকা ফুটবলার ছাড়া বড় ব্যবধানে হেরে হতাশ গালতিয়ের। একই সঙ্গে তাঁর ভাবনা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ নিয়ে। মঙ্গলবার পার্ক দে প্রিন্সেসে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে পিএসজি। সংবাদ সম্মেলনে প্যারিসিয়ানদের কোচ বলেন, ‘আমাদের দলটা খুবই দুর্বল এবং খুব চিন্তায় আছি। মঙ্গলবারের ম্যাচ নিয়ে আমি বেশি চিন্তিত। যারা এই ম্যাচে খেলতে পারেনি, তাদের কেউ মঙ্গলবার খেলে কি না, সেটাই দেখার বিষয়। এমন পরিস্থিতিতে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে।’
এই ম্যাচে পিএসজি বল দখলে রেখেছিল ৫৯ শতাংশ। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করতে পেরেছে মাত্র দুবার। অন্যদিকে পিএসজির লক্ষ্য বরাবর মোনাকো শট নিয়েছে ৯টি। আক্রমণাত্মক ফুটবল খেলার ঘাটতি ছিল বলে মনে করছেন গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘গতিশীল ফুটবল খেলার ঘাটতি ছিল। দলের বর্তমান অবস্থাই এমন। এটা লুকোনোর কিছু নেই।’
লিগ ওয়ান যেন এ বছর প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে হতাশার এক নাম। এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে জিততেই পারছে না পিএসজি। গতকাল লুইজ টু স্টেডিয়ামে মোনাকোর কাছে ৩-১ গোলে হেরেছে প্যারিসিয়ানরা। বড় ব্যবধানে হেরে নিজেদের দুর্বল দল মনে করছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।
লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে—এ দুই তারকা ফুটবলার চোটে পড়ায় গতকাল মোনাকোর বিপক্ষে খেলতে পারেননি। আশরাফ হাকিমি ও সার্জিও রামোস—এই দুই ডিফেন্ডারও ছিলেন না পিএসজির মূল একাদশে। আর ম্যাচে হওয়া ৪টা গোলই হয়েছে প্রথমার্ধে। চার মিনিটে গোল করেন মোনাকোর মিডফিল্ডার আলেকজান্ডার গোলোভিন। এরপর ১৮ মিনিটে গোল করেন মোনাকোর ফরোয়ার্ড উইসাম বেন ইয়েদের। ৩৯ মিনিটে ব্যবধান কমায় পিএসজি। গোল করেন প্যারিসিয়ানদের মিডফিল্ডার ওয়ারেন জায়ের এমেরি। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মোনাকোর তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন বেন ইয়েদের।
দুই তারকা ফুটবলার ছাড়া বড় ব্যবধানে হেরে হতাশ গালতিয়ের। একই সঙ্গে তাঁর ভাবনা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ নিয়ে। মঙ্গলবার পার্ক দে প্রিন্সেসে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে পিএসজি। সংবাদ সম্মেলনে প্যারিসিয়ানদের কোচ বলেন, ‘আমাদের দলটা খুবই দুর্বল এবং খুব চিন্তায় আছি। মঙ্গলবারের ম্যাচ নিয়ে আমি বেশি চিন্তিত। যারা এই ম্যাচে খেলতে পারেনি, তাদের কেউ মঙ্গলবার খেলে কি না, সেটাই দেখার বিষয়। এমন পরিস্থিতিতে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে।’
এই ম্যাচে পিএসজি বল দখলে রেখেছিল ৫৯ শতাংশ। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করতে পেরেছে মাত্র দুবার। অন্যদিকে পিএসজির লক্ষ্য বরাবর মোনাকো শট নিয়েছে ৯টি। আক্রমণাত্মক ফুটবল খেলার ঘাটতি ছিল বলে মনে করছেন গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘গতিশীল ফুটবল খেলার ঘাটতি ছিল। দলের বর্তমান অবস্থাই এমন। এটা লুকোনোর কিছু নেই।’
দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই জিম্বাবুয়েতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে হারিয়েছিল স্বাগতিক জিম্বাবুয়েকে। কিন্তু এই জয়ের ধারা আর গতকাল ধরে রাখতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে বাংলাদেশ।
৩৭ মিনিট আগেজাতীয় বক্সিংয়ে আজ ছিল শেষদিন। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালের দিকেই নজর ছিল বেশি। যেখানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারের বোন আফরা খন্দকারকে হারিয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।
২ ঘণ্টা আগেপ্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশেও ফিরতে পারছেন না। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে কোনো ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ম্যাচেও খেলা হচ্ছে না তাঁর। নিজে না খেললেও সতীর্থদের খেলা দেখছেন, সুযোগ পেলে দিচ্ছেন পরামর্শও।
৩ ঘণ্টা আগেপাওয়ার হিটিং কোচ হিসেবে জুলিয়ান রস উডের খ্যাতি রয়েছে। বিশেষ করে, বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে ডেথ ওভারে হার্ড হিটিং করতে যে টেকনিক দরকার, সেটা এখন শ্রীলঙ্কার ক্রিকেটারদের শেখাচ্ছেন উড। শিগগিরই এই পাওয়ার হিটিং কোচ বাংলাদেশে আসবেন বলে শোনা যাচ্ছে।
৪ ঘণ্টা আগে