বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসির ক্যাবিনেটে কত যে শিরোপা আছে, তা হয়তো গুনেও শেষ করা যাবে না। বার্সা ছেড়ে সেই মেসি এখন খেলছেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। রোনাল্ড আরাউহোর মতে, পিএসজি ছেড়ে বার্সায় মেসির ফিরতে পারা হবে সত্যিই বিশেষ কিছু।
২০২১-এর মাঝামাঝি সময়ে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক শেষে মেসি পাড়ি জমিয়েছেন পিএসজিতে। পিএসজিতে যাওয়ার আগে ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত টানা পাঁচ বছর লা-লিগার এক মৌসুমে সর্বোচ্চ গোল করেছিলেন মেসি। মেসি থাকা অবস্থায়ই কাতালানরা ২০১৫তে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছিল। এখন মাঝেমধ্যে পিএসজি ছেড়ে মেসির বার্সায় ফেরার গুঞ্জন শোনা যায়।
বার্সেলোনায় মেসি ফিরলে বেশি খুশি হবেন আরাউহো। বার্সার ফুটবল পরিচালক হলে মেসির সঙ্গে চুক্তি করতেন বলে জানিয়েছেন আরাউহো। জেরার্ড রোমেরোকে দেওয়া সাক্ষাৎকারে বার্সার এই সেন্টার ব্যাক বলেন, ‘মেসির ফেরা? আমরা দেখছি। তবে আমি খুশি হব। লিওর ফেরা হবে সত্যিই বিশেষ কিছু। সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং আমরা খুশি হব যদি সে ফিরতে পারে। যদি আমি মাতেও আলামানি (বার্সেলোনার ফুটবল পরিচালক) হতাম, তাহলে রদ্রিগো ও মেসির সঙ্গে চুক্তি করতাম।’
পিএসজিতে প্রায় দুই বছর কাটিয়ে ফেলেছেন মেসি। প্যারিসিয়ানদের জার্সিতে জিতেছেন লিগ ওয়ান ও ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা। তাছাড়া আর্জেন্টিনার জার্সিতে গত দুই বছরে বিশ্বকাপ, ফিনালিসিমা ও কোপা আমেরিকা জিতেছেন বিশ্বজয়ী এই ফুটবলার।
বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসির ক্যাবিনেটে কত যে শিরোপা আছে, তা হয়তো গুনেও শেষ করা যাবে না। বার্সা ছেড়ে সেই মেসি এখন খেলছেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। রোনাল্ড আরাউহোর মতে, পিএসজি ছেড়ে বার্সায় মেসির ফিরতে পারা হবে সত্যিই বিশেষ কিছু।
২০২১-এর মাঝামাঝি সময়ে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক শেষে মেসি পাড়ি জমিয়েছেন পিএসজিতে। পিএসজিতে যাওয়ার আগে ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত টানা পাঁচ বছর লা-লিগার এক মৌসুমে সর্বোচ্চ গোল করেছিলেন মেসি। মেসি থাকা অবস্থায়ই কাতালানরা ২০১৫তে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছিল। এখন মাঝেমধ্যে পিএসজি ছেড়ে মেসির বার্সায় ফেরার গুঞ্জন শোনা যায়।
বার্সেলোনায় মেসি ফিরলে বেশি খুশি হবেন আরাউহো। বার্সার ফুটবল পরিচালক হলে মেসির সঙ্গে চুক্তি করতেন বলে জানিয়েছেন আরাউহো। জেরার্ড রোমেরোকে দেওয়া সাক্ষাৎকারে বার্সার এই সেন্টার ব্যাক বলেন, ‘মেসির ফেরা? আমরা দেখছি। তবে আমি খুশি হব। লিওর ফেরা হবে সত্যিই বিশেষ কিছু। সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং আমরা খুশি হব যদি সে ফিরতে পারে। যদি আমি মাতেও আলামানি (বার্সেলোনার ফুটবল পরিচালক) হতাম, তাহলে রদ্রিগো ও মেসির সঙ্গে চুক্তি করতাম।’
পিএসজিতে প্রায় দুই বছর কাটিয়ে ফেলেছেন মেসি। প্যারিসিয়ানদের জার্সিতে জিতেছেন লিগ ওয়ান ও ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা। তাছাড়া আর্জেন্টিনার জার্সিতে গত দুই বছরে বিশ্বকাপ, ফিনালিসিমা ও কোপা আমেরিকা জিতেছেন বিশ্বজয়ী এই ফুটবলার।
কদিন আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, লিভারপুল ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন লুইস দিয়াজ। আনুষ্ঠানিক ঘোষণাটাও এসে গেল। অ্যানফিল্ড থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন তিনি। চার বছরের জন্য কলম্বিয়ান এই উইঙ্গারের সঙ্গে চুক্তি করেছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা।
৯ ঘণ্টা আগেসাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিরেছিলেন ব্রেন্ডন টেলর। তাই এই টেস্টে সবার নজর ছিল তাঁর দিকে। তবে তাঁকে বাইরে রেখে টেস্টের একাদশ গড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। তবু বুলাওয়ে টেস্টে শুরুটা তাদের মোটেও ভালো হয়নি। প্রথম ইনিংসে ১৪৯ ওভারে অলআউট হয়েছে তারা।
৯ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে রাউন্ড রবিন লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেনি ভারত। দারুণ ব্যাপার হলো, সেমিফাইনালেও প্রতিপক্ষে হিসেবে নিজেদের পেয়েছে তারা। আগামীকাল বার্মিংহামে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার কথা ছিল ভারত-পাকিস্তানের। সে পর্যন্ত আর যেতে হয়নি, ভারত এবারও পাকিস্তানের বিপক্ষে খেল
১১ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন বেন স্টোকস। শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এমন সংশয় ছিলই। এর মধ্যে আজ ওভাল টেস্টের একাদশ ঘোষণা করেছে। কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে নেই অধিনায়ক স্টোকস। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ, এর আগেও ৪টি টেস্টে ইংল্যান্ডের
১২ ঘণ্টা আগে