Ajker Patrika

এমবাপ্পেই কি ফ্রান্সের ভবিষ্যৎ অধিনায়ক! 

এমবাপ্পেই কি ফ্রান্সের ভবিষ্যৎ অধিনায়ক! 

হুগো লরিস অবসর নেওয়ার পর ফ্রান্স ফুটবল দল হয়ে পড়ে অধিনায়কশূন্য। লরিসের পর ফরাসিদের ভবিষ্যৎ অধিনায়ক হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন কিলিয়ান এমবাপ্পে। 

গেট ফ্রেঞ্চ ফুটবল নিউজ গতকাল ফ্রান্সের সম্ভাব্য অধিনায়কদের সম্পর্কে জানিয়েছে। ফরাসি এই সংবাদমাধ্যমের মতে, ফ্রান্সের ভবিষ্যত অধিনায়ক হওয়ার তালিকায় সবার ওপরে আছেন এমবাপ্পে। 

এ বছরের জানুয়ারিতে লরিস আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান লরিস। এরপর স্টিভ মান্দান্দা ও করিম বেনজেমা-এই দুজনকে ফ্রান্সের ভবিষ্যৎ অধিনায়ক মনে করা হচ্ছিল। তবে এই দুজন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। রাফায়েল ভারানেকেও ধরা হচ্ছিল ফ্রান্সের সম্ভাব্য অধিনায়ক। ফ্রান্সের এই সেন্টার ব্যাক গতকাল আন্তর্জাতিক ফুটবলকে হঠাৎ করেই বিদায় জানিয়েছেন। 

ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৬৬ ম্যাচ খেলেছেন এমবাপ্পে। গোল করেছেন ৩৬ এবং অ্যাসিস্ট করেছেন ২৩ গোলে। দুই বিশ্বকাপ খেলে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল এবং ৩টি অ্যাসিস্ট করেছেন। যেখানে কাতার বিশ্বকাপে ৭ ম্যাচে ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপ্পে। দুটো গোলে অ্যাসিস্টও করেছিলেন ফরাসি ফরোয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত